পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীৰামকৃষ্ণভাগবত। প্ৰলী কামারিণী অতি ভাগ্যবতী, অন্য নারী নহে সে যে যশোমতী, কোলে লয শিশু সযতনে অতি, প্রাণের পুতলি করিযী রাখে। ২৬১ কতু স্তন্য দানে করিযা পোষণ, কতু তোষে শিশু কবি প্রতিদান, পাখীর কাকলী শুনাযে ভুলান, কখন রাখেন অঞ্চলে ঢেকে ৷ ২৬২ আর এক দিন স্থপ্ত শিশু রাখি শয্যায শযান, কৰ্ম্মাস্তরে মাতা করেন গমন, পুনঃ আসি হেরে চুল্লীতে শযান, ভস্ম বিলেপিত ললিত গায । ২৬৩ শাযিত বালক বৰ্দ্ধিত আকারে, অৰ্দ্ধদেহ রাখে চুল্লীর ভিতরে, রাখে কলেবর আধ বা বাহিরে, যেন শান্তি নাথ শিবেব প্রায । ২৬৪ খঞ্জন পঞ্জন নয়নে অঞ্জন, বর বপুপয়-ফেন সম্মার্জন, কপালে খদির "টপ” বিভূষণ, পঞ্চ মাস শিশু বয়েস যবে । ২৬৫ ঘুমে অচেতন মিলিত নয়ন, কক্ষেব ভিতর শয্যা বিরচন, শিশু রহে তাহে শাযিত শয়ান, সুন্দর মশারি অাবরি তবে । ২৬৬