পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থকল্প ] বিশিষ্ট্র-জন্মাধ্যায । 89 বাল্যে যে “মা” বুলি হয উচ্চারণ, জীবনে মবণে যে নাম শরণ, আছা প্রকৃতির স্তুতিব কারণ ; যে নামে নীরস পবাণ গলে। ৩০২ সুবর্ণ বণিক ধনে ধনপতি, কামারপুকুবে ছিল নিবসতি, দেব দ্বিজে ৰ্তাব আছিল ভকতি, প্ৰশ্নৰ্মদাসনলাহা নামে প্রথিত ৷ ৩০৩ স্থাপি দেবালয অতিথি নিবাস, ছিল ক্রিয়া কৰ্ম্ম উৎসবে উল্লাস, অর্থ উপাৰ্জ্জনে নহেক উদাস, সজ্জন সঙ্গতি অাছে বিদিত। ৩০৪ ধৰ্ম্ম দাস গেহে যত পবিজন, গদান্ত্ৰে আদিবে কবেন তোষণ, কেহবা আদবে করে সম্ভাষণ, কবিয চুম্বন ললিতাধরে। ৩০৫ ললিত সুন্দব সুঠাম গঠন, গদান্ত্ৰে গৃহিণী করেন যতন, কতু বা স্ব-অঙ্কে করিয়া স্থাপন, খাদ্য দেন নানা কোমল করে। ৩০৬ লাহাপত্নী কহে বালকে সাদরে, “বিচলিত চিত না হেরে তোমারে, বিক্ষোভিত নদী যথা বায়ু ভবে, না হেরে তোমায় উদাস চিত ৷ ৩০৭ ৩-২ । রমনীতে রামকৃষ্ণের বিরাট शङ्कलन, বাল্য যৌবনে বান্ধক্যে সমভাবে मुंडे इश्छ । ৩৭৩। কামারপুকুরে ধৰ্ম্মদাসলাহা নামে কীৰ্ত্তিমাম ও ধনী স্ববর্ণ বণিকের বাস। ৬-৬ । গৃহিণী-ধৰ্ম্ম দাসের পত্নী ।