পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 শ্রীশ্রীবামকৃষ্ণভাগবত । উল্লসিত চিত হেরিলে তোমায, দেবতা বলিযা হেন মনে লয, খাদ্য অগ্রভাগ সতত তোমায, তাই হে গদাই । হয অপিত”। ৩০৮ গয বিষ্ণু নামে ধৰ্ম্ম দাস স্থত, গদাধব সহ খেলিত সতত, উভয়েতে ছিল অতি প্রীতিযুত, তাই দু জনায সাঙ্গণতি হয। ৩০৯ মনে মনে দোহে সুন্দর মিলন, এক বৃন্তে দুটা ফুলের মতন, ধুলা খেলা কবে মিলি দুই জন, একই তাৰে দুট বাধা ব্য। ৩১০ লাহা পুবনাবী ল'য়ে গদাধরে, আনন্দ উল্লাসে ভাসে প্রেমনীরে, কেহ কোলে ল'যে চুম্বে বিম্বাধরে, , কেহ শিখি চুড বাধিযা দেয়। ৩১১ কেহ বরবপু নবীন বসনে, করে সুশোভিত অতি সযতনে, অলক্তকে করে বঞ্জিত চরণে, নযনে অঞ্জন পরাযে দেয়। ৩১২ কেহ বক্ষে ল'যে পীযুষ পূরিত, স্তনদানে তাহে হয পুলকিত, কেহ মুখে তুলে দেয নবনীত, কমল নয়ন হেরে মজিযা। ৩১৩ ৩৪৯ ৷ ধৰ্ম্মদাসলাহার পুত্র গষাবিষ্ণু, ৰেহ বা গঙ্গাবিষ্ণু কহিত।