পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্থকল্প ] বিশিষ্ট্র-জন্মাধ্যায়। 8ፃ হেবি সাধু এক কৌপীন ধারণে, নিজ চিত লয় সে বেশ গ্রহণে, ছেদিয়া বালক আপন বসনে, কেীপীনে সাজাতে কহিল তা'য। ৩২৬ কেীপীন ধাবণে সন্ন্যাসী সাজিযা, চলিল পদাই নাচিয়া নাচিযা, অতিরুষ্ট মাতা সে বেশ হেরিযl; • কত তিরস্কণব করিল হায় ৷ ৩২৭ ‘কেন রো’ষ মাতা এবে অকারণ ? কেমন দেখtয হেব না এখন” ? শুনি শিশু-বাণী জননী তখন— কোলে শিশু ল’যে চুম্বিল তা’য। ৩২৮ যে দিনে ধাবণ সন্ন্যাসীব বেশ, সেই দিন হ'তে নবভগবাবেশ, কন্তু বা বহে না বাহ্যজ্ঞান লেশ, ভাবের আবেশে ডুবিয রহে। ৩২৯ আহারে বিহারে কভু বা খেলায, কতু মেঘ পানে যবে চাহি বয়, বাহা জ্ঞান বাহ্য দর্শন হারায, দুৰ্গা নামে তবে চেতনা বহে। ৩৩• পূজিতে বিশেষে বঘুবীর শিল, ক্ষুদিরাম স্বপ্নে আদিষ্ট হইল, শয্যা ছাডি দ্বিজ প্রভাতে উঠিলা ; হরষিত অতি পবিত্র চিত। ৩৩১ ৩২৬ । ভগবান রামকুক বালো ও ভ্যাগের জাভাস দিবার জন্ত স্বীয় নববন্ত্র ছিন্ন করিয়া কেপীন ধারণে জগৎকে কেীপীনধারী রূপে ত্যাগ শিক্ষা দিয়াছেন যথা, ৰোপীনৰন্তঃখলু ধৰ্ম্মবঙ্ক: ।