পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম কল্প ] গোষ্ঠলীলাধ্যায । ৬8 স্তষ্ঠ্য-পান-রত বৎস করিযা হরণ, কেহ রাখে সঙ্গোপনে কেহ বা বান্ধিল বনে, বৎস আদর্শনে গাভী করে আর্তনাদ, হাম্বারবে হেথা বৎস করিল নিনাদ । ৪৮২ নব তৃণ আসে গাভী চরে বনান্তরে, গদাই রাখাল সনে চলে গাভী অন্বেষণে, না হেরিযা এক বনে অস্ত্যবনে ধায় ; গদাধর পাছু পাছু তার সনে যায়। ৪৮৩ ' রাখাল গরুর পাল হেরে বনাস্তরে, নব নব তৃণ চয মনোলোভা অতিশয়, সানন্দে শু্যামল ক্ষেত্রে চরে গাভীগণ ; পরিতৃপ্ত গাভীদল করি বিচরণ। ৪৮৪ পরিশ্রান্ত গোপালক গাভীর সন্ধানে, শু্যামল তৃণ আসনে বসি তারা দুইজনে, খুলিল অঞ্চল-বদ্ধ মুডি-জলপান, আনন্দে ভখিল তারা হযে একপ্রাণ। ৪৮৬ • অপর রাখালগণ, বালকের দলে, না হেরিয়া গদাধরে যায় চলি বনান্তরে, অন্বেষিতে প্ৰিয সখী ব্যাকুল অন্তরে, গুল্ম লতা অরণ্যানী নিকুঞ্জ ভিতরে। ৪৮৬ কত স্থান অন্বেষিযা দেখিতে না পায়, গোস্পদ অনুসরি গাভী রব লক্ষ্য করি , অবশেষে আসি হেরে অরণ্য মাঝারে, রাখালের সনে সখা একত্র বিহরে। ৪৮৭