পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৮ শ্ৰীশ্ৰীবামকৃষ্ণভাগবত । ত্বরিত গমনে রাধা চঞ্চল চরণে, সঞ্চারিণী দীপশিখা মেঘেতে চপল দেখা, চলিলা শ্রীমতি তথা কৃষ্ণ দৰশনে, বিরহিনী প্রেমাধিনী সজল নযনে । ৫০৫ গদাধর বাধাপ্রায ভিন্ন দেহ মাত্র, হাব ভাবেতে শ্ৰীমতি যেন রসিক যুবতী, প্রেম উন্মাদিনী পারা চলিছে সঘনে, কৃষ্ণ মন কৃষ্ণ ধান কৃষ্ণের কাবণে । ৫০৬ সাগৰ সঙ্গমে যথা ধায তবঙ্গিনী, দুকুল ভাসাযে ল’য তীব ভূমি বালুময, উপাডিযা মহীৰুহ ধায় তীব বেগে, তেমতি গদাই ধায মনের আবেগে । ৫৪৭ আবাব বঁাশৰী বাজে কদম্বের মূলে, গোপিকা বেষ্টিত হযে বাধালতা জড়াইযে, কদম্বেব মূলে কিবা শোভিল শ্ৰীধর, গুল্ম লতা পবিবৃত যেন তরুবব । ৫০৮ ৫৯৬ । গদাধর শ্ৰীকৃষ্ণ প্রেমে এতই উন্মত্ত যে আত্মহারা হইয়া আপনাকে শ্ৰীমতি জ্ঞানে কৃষ্ণ বিবহ যেন সঙ্গ করিতে না পারিবা শ্ৰীকৃষ্ণ দশনে দ্রুত ধাবমান হইলেন . ইহাই মহাভাব ।

  • ৫১৮। বৃন্দাবনলীলা সাঙ্গ করিয়া গদাই মাখুৱলীলা প্রদর্শন করিবার মানসে রপ্তাবেশে বৃক্ষান্তবে গমন কবিয়া বাজবেশ পরিবৃত শ্ৰীকৃষ্ণের সম্মুখে উপনীত হইলেন।