পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

이e শ্ৰীশ্রীরামকৃষ্ণভাগবত । কাহা তুয়া প্রেম সাথী কানন-বল্লরী ? কাহা বন ফুল মালা লহ তুয়ো গোপ-বালা ? ফিরত ফিরত উহা ধায়ত নিকুঞ্জে, তুয়া লাগি সব ক্লেশ গোপীজন ভুঞ্জে। ৫১৩ তুয়া লাগি তেয়াগিয়া, কুল শীল মান । কঁপিলু প্রেম সাগরে ডুবিমু তেঁহার নীরে, পেখিমু সে কাল জলে কাল প্রেম আভা, সে কাল বরণে তেঁহ পেখিমু কি প্রভ । ৫১৪ চিত মন ভরইল উথলিল প্রেম, মুহি যব উঠইনু কুল তাৰ না পেখমু, তুয়া কালরূপ ধবি উঠমু গোকুলে, কলঙ্ক পশরা তুয়া মাথেতে খুইলে । ৫১৫ রাজবেশ এবে তুয়া কাহাতে মিলল ? কাহা তুয়া পীত ধড কাহাতু মোহন চূডা ? কুলত তু অবিরত শিখি পাখা যাহে, কাহা তু গোপাল বৃন্দ কঁহা সব রহে ? ৫১৬ কি লাগিয়া ভুলল তু বৃন্দাবন লীলা ? তুয়া লাগি বৃন্দাবন তুয়া গোপিনী মোহন , তুয়া লাগি বহয়ত যমুনা উজানে, তুয়া লাগি খেলয়ত ব্ৰজ বধুগণে । ৫১৭ কাহা তু রাখাল বেশ ? কাহা গোচরণ ? কাহা তুয়া গোঠ লীলা কাহা তুয়া বাল-খেলা ? কি লাগি তু উঠয়মু গিরি গোবৰ্দ্ধন । মর তু গোকুলবাসী না জিয়ে এখন। ১১৮