পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টমকল্প ] মাথুরলীলাধ্যায়। a's কাহা তুয়া রাসলীলা । প্রেমের তুফান ! নিরঝরে প্রেম বুরে প্রেম তটিনীর নীরে, প্রেম তু বহতু ব্ৰজে স্থধীর সমীরে, ব্ৰজ বালা কলিকায় তু প্রেম সঞ্চরে। ৫১৯ ফুটযতি সরোরুহ সরস বসন্তে, গুঞ্জয়ত অলিকুল কুঞ্জয়ন্ত পিক দল ; ফুরয়তি ফুল দল তরুবর শাখে, নাচযত শিখি কুল কাদম্বিনী দেখে । ৫২• কহ কৃষ্ণ কি লাগিয সব তেয়াগিলে ? কালেদ মাতা যশোমতী কান্দে ব্রজ কুলবতী , কান্দে গোপ-কুল বালা না বাধে কুন্তল, গোপ বালকের দল কান্দে অবিরল । ৫২১ গোপবালা তু্য লাগি কিয়া দশা ভেল, - হের তুয়া চন্দ্রাবলী ললিতা বিশখা কলি ; হের বৃন্দা কিয়া দশা গোপিনী প্রধান ? কিযা দশা ভেল তুয। রাধ চন্দ্রাননা । ৫২২ গোকুলে গোকুল দল নীরব যে ভেল, তুয়ালাগি ওহে শু্যাম নীরব তু ব্ৰজ-ধাম ; নীরব সে বৃন্দাবন পার্থীর কাকলী, নীরব ভেলতু সব যত ব্রজবুলি। ৫২৩ শুষ্ক ভেল তরু লতা কানন-বল্লরী, শুষ্ক ভেল ফুল-হার শুষ্ক ফুল অলঙ্কার ; শুষ্ক ভেল নিরঝর তটিনীর বারি। यशूनांय नां वझ्ण खेछहिबब्र क्षांब्रि । ¢२8