পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬ শ্ৰীশ্রীরামকৃষ্ণভাগবত। মানিকের জ্ঞান চক্ষু হ’ল উন্মেষিত, বিচারিল সেইক্ষণে দ্বিজবর মনে মনে ; সামান্য বালক নহে শিশু গদাধর, অভীষ্ট দেবতা শিশু পরম ঈশ্বর। ৫৪৬ বহু পুণ্য-ফলে কন্যা পেয়েছি এমন, পূর্ণ ব্ৰহ্ম পদাঘরে দিল খাদ্য নিজকরে পাপী আমি তাই তাবে করেছি ভ3সনা অপরাধ ক্ষম দেব কবিয়া মার্জন ॥ ৫৪৭