পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণভাগবত একাদশকল্প । so «G» «, ! কালীপূজাধ্যায়।

  • > <--

কালী-ভাব উদ্দীপনে পূজিবাবে হ'ল মনে আদ্যাশক্তি কালী জগন্মাতা । ৬২৫ আপন হৃদযে হেরে যেন শব শিবোপবে, জ্যোতিৰ্ম্মী জগত প্রসূত।। ৬২৬ মিলি বালিকাব দলে তাই খেলিবাব ছলে, কালীব প্রতিমা নিজে কবে । ৬২৭ জীবন্ত শু্যামাপ্রতিমা সকলেব মনোবমা, নযনেতে খেলিছে ভ্ৰকুটী। ৬২৮ অধরে ঈষদ্ধাসী চমকে চপলা বাশি, কটাতট অতি পরিপাটী। ৬২৯ ধূপ দীপ নৈবেদ্যাদি আযোজন হ’ল যদি, পূজা নিজে পদাঘর ববে। ৬৩০ বলি তরে পাখিদল অণহবিল শিশুদল গদাই আপনি দেয বলি। ৬৩১ পূজা হয় বিধি মত পল্লিবাসী হেবে যত, হয়ে তারা সবে কুতূহলি । ৬৩২ গদাই বালক দলে অমাবস্তা নিশ কালে, কালী পূজা কবে নিরজনে। ৬৩৩