পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏔ% . শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1884 23rd March. . শ্রীরামকৃষ্ণ । আহা ! বেশ গান ! আনন্দ নিবার | তত্ত্বফল ! হাসিব কঁদিব নাচিব গাইব । “তোমার ভিতর থেকে এমন গান ভাল লাগছে,—আবার কি ! “সংসারে থাকতে গেলেই মুখ দুঃখ আছে-একটু আধটু অশান্তি আছে। কাজলের ঘরে থাকলে গায় একটু কালী লাগেই। ঠাকুর । আজ্ঞা, এখন কি করব—বলে দিন । শ্রীরামকৃষ্ণ । হাততালি দিয়ে সকালে বিকালে হরিনাম করবে— *হরিবোল’—‘হরিবোল”—‘হরিবোল’ বলে । “আর একবার এসো,—আমার হাতটা একটু সারুক। মহিমাচরণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ ( মহিমার প্রতি ) । আহা ! ইনি একটি বেশ গান গেয়েছেন —গাও তে। গা সেই গানটি আর একবার। ঠাকুরদাদা আবার গাইলেন প্রেম গিরি-কন্দরে ইত্যাদি। গান সমাপ্ত হইলে ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন—তুমি সেই শ্লোকটি একবার বলত—হরিভক্তির কথা । মহিমাচরণ নারদপঞ্চরাত্র হইতে সেই শ্লোকটি বলিতেছেন— ‘অন্তর্ববহির্ঘদি হরিস্তপসাততঃ কিম । নান্তর্ববহির্যদি হরিস্তপসা ততঃ কিম ॥ আরাধিতে যদি হরিস্তপসাততঃ কিম । নারাধিতো যদি হরিস্তপস ততঃ কিম্ ॥ শ্রীরামকৃষ্ণ । ওটাও বল—লভ লভ হরিভক্তিং । মহিমাচরণ বলিতেছেন—বিরম বিরম ব্রহ্মন কিং তপস্যামু বৎস। ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্ৰং শঙ্করং জ্ঞানসিন্ধুম ॥ লভ লভ হরিভক্তিং বৈষ্ণবোত্তাং সুপক্কাম। ভব-নিগড়-নিবন্ধচ্ছেদনীং কৰ্ত্তরাঞ্চ ॥ শ্রীরামকৃষ্ণ—শঙ্কর হরিভক্তি দিবেন। মহিমা—পাশমুক্তঃ সদাশিবঃ । । স্ত্রীরামকৃষ্ণ । লজ্জা, ঘৃণা, ভয়, সঙ্কোচ—এ সব পাশ । কি বল ? মহিমা । আজ্ঞা হা, গোপন করবার ইচ্ছা, প্রশংসায় কুষ্ঠিত হওয়া । ঐরামকৃষ্ণ । দুট জ্ঞানের লক্ষণ। প্রথম কূটস্থ বুদ্ধি। হাজার দুঃখ কষ্ট বিপদ বিল্প হোকৃ—নির্বির্বকার,—যেমন কামারশালের লোহা, যার উপর হাতুড়ি দিয়ে পেটে। আর, দ্বিতীয় পুরুষকার—খুব রোখ, । কাম