পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৬ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত | [ 1884, 3rd August. “মা যার যা (সংস্কার ) আছে, তাই ত হবে —আমি আর এদের কি বলবো ! বিবেক বৈরাগ্য না হলে কিছু হয় না। “বৈরাগ্য অনেক প্রকার। এক রকম আছে মৰ্কট-বৈরাগ্য—সংসারের জ্বালায় জ্বলে বৈরাগ্য !—সে বৈরাগ্য বেশী দিন থাকে না। আর ঠিক ঠিক বৈরাগ্য—সব আছে, কিছুর অভাব নাই, অথচ সব মিথ্যা বোধ । “বৈরাগ্য একবারে হয় না । সময় না হলে হয় না। তবে একটা কথা আছে—শুনে রাখা ভাল । সময় যখন হবে, তখন মনে হবে—ও ! সেই শুনেছিলাম ! । “আর একটি কথা। এ সব কথা শুনতে শুনতে বিষয়বাসন একটু একটু করে কমে। মদের নেশা কমাবার জন্য একটু একটু চালুনি জল খেতে হয়। তা হলে ক্রমে ক্রমে নেশা ছুটতে থাকে । “জ্ঞানলাভের অধিকারী বড়ই কম। গীতায় বলেছে—হাজার হাজার লোকের ভিতর এক জন তাকে জানতে ইচ্ছা করে। আবার যারা জানতে ইচ্ছা করে, সেইরূপ হাজার হাজার লোকের ভিতর একজনজানতে পারে। তান্ত্রিক ভক্ত ৷ ‘মনুষ্যাণাং সহস্ৰেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে’ ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ । সংসারে আসক্তি যত কমবে, ততই জ্ঞান বাড়বে। কামিনীকাঞ্চনে আসক্তি । [ সাধুসঙ্গ, শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি, ভাব, মহাভাব, প্রেম । ] “প্রেম সকলের হয় না। গৌরাঙ্গের হয়েছিল। জীবের ভাব হতে পারে—এই পৰ্য্যন্ত । ঈশ্বর-কোটীর—যেমন অবতার আদির— প্রেম হয়। প্রেম হলে জগৎ মিথ্যা তো বোধ হইবেই, আবার শরীর যে এত ভালবাসার জিনিষ, তা ভুল হয়ে যায় । । “পাশী বইয়ে (হাফেজ ) আছে, চামড়ার ভিতর মাংস,—মাংসের ভিতর হাড়, হাড়ের ভিতর মজ্জা, তার পর আরো কত কি ! সকলের ভিতর প্রেম ! “প্রেমে কোমল, নরম, হয়ে যায়। প্রেমে, কৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছেন । “প্রেম হলে সচ্চিদানন্দকে বধিবার দড়ি পাওয়া যায়। যাই দেখতে চাইবে, দড়ি ধরে টানলেই হয়। যখন ডাকবে তখন পাবে।