পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X 88 Aälät:t:Ts [1884, 3rd August. মাস্টারও কালী দর্শন করিলেন। তৎপরে চাদনীর ঘাটে আসিয়া গঙ্গার কূলে বসিলেন। গঙ্গার জল জ্যোৎস্নায় ঝক ঝক করিতেছে। সবে জোয়ার আসিল। মাষ্টার নির্জনে বসিয়া ঠাকুরের অদ্ভূত চরিত্র চিন্তা করিতেছেন–র্তাহার অদ্ভূত সমাধি অবস্থা,—মুহুমুহুঃ ভাব,— প্রেমানন্দ,—অবিশ্রান্ত ঈশ্বরকথাপ্রসঙ্গ,—ভক্তের উপর অকৃত্রিম স্নেহ,~~বালকের চরিত্র—এই সব স্মরণ করিতেছেন । আর ভাবিতেছেন —ইনি কে—ঈশ্বর কি ভক্তের জন্য দেহ ধারণ করে এসেছেন ? অধর, মাষ্টার, ঠাকুরের ঘরে ফিরিয়া গিয়াছেন। অধর চট্টগ্রামে কৰ্ম্ম উপলক্ষে ছিলেন। তিনি চন্দ্রনাথ তীর্থের ও সীতাকুণ্ডের গল্প করিতেছেন । অধর। সীতাকুণ্ডের জলে আগুনের শিখা জিহবার ন্যায় লক লক করে । শ্রীরামকৃষ্ণ । এ কেমন করে হয় ? অধর । জলে ফসফরস্ ( phosphorus ) আছে। শ্ৰীযুক্ত রাম চাটুৰ্য্যে ঘরে আসিয়াছেন। ঠাকুর অধরের কাছে র্তাহার সুখ্যাতি করিতেছেন। আর বলিতেছেন ;–‘রাম আছে, তাই আমাদের অতো ভাবতে হয় না । হরীশ, লাটু, এদের ডেকে ডুকে খাওয়ায় । ওরা হয়তো একলা কোথায় ধ্যান কচ্ছে । সেখান থেকে রাম ডেকে ডুকে আনে । শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত, চতুর্থভাগ, ষোড়শখণ্ডে শিবপুরভক্তসঙ্গে ষট্‌চক্র ও যোগতত্ত্বকথা, এবং অধর, রাখাল, মাস্টার প্রভৃতি ভক্তসঙ্গে নানা উপদেশকথা সমাপ্ত ।