পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর । অধরাদি ভক্তসঙ্গে । >Wし> শ্রীরামকৃষ্ণ । কি গো তুমি এখন এলে ! কত কীৰ্ত্তন নাচ হয়ে গেল। শ্যামদাসের কীৰ্ত্তন—রামের ওস্তাদ । কিন্তু আমার তত ভাল লাগলো না, উঠতে ইচ্ছা হলো না । ও লোকটার কথা তার পর শুনলাম। গোপীদাসের বদলী বলেছে—আমার মাথায় যত চুল, তত উপপত্নী করেছে ! ( সকলের হাস্য )। তোমার কৰ্ম্ম হলো না ? অধর ডেপুটী—তিন শত টাকা বেতন পান । কলিকাতা মিউনিসিপালিটীর Vice-chairmanএর কৰ্ম্ম জন্য দরখাস্ত করিয়াছিলেন— মাহিনী হাজার টাকা । কৰ্ম্মের জন্য অধর কলিকাতার অনেক বড় বড় লোকের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন। নিবৃত্তিই ভাল। চাকরী জন্য হীনবুদ্ধি বিষয়ীর উপাসনা । ] শ্রীরামকৃষ্ণ ( মাষ্টার ও নিরঞ্জনের প্রতি ) । হাজরা বলেছিল— অধরের কৰ্ম্ম হবে, তুমি একটু মাকে বল। অধরও বলেছিল । আমি মাকে একটু বলেছিলাম—‘মা, এ তোমার কাছে আনাগোনা কচ্ছে, যদি হয় তো হোক না । কিন্তু সেই সঙ্গে মাকে বলেছিলাম—ম, কি হীনবুদ্ধি | জ্ঞান ভক্তি না চেয়ে তোমার কাছে এই সব চাচ্ছে!” (অধরের প্রতি ) কেন হানবুদ্ধি লোকগুনোর কাছে অত আনাগোনা করলে ? এত দেখলে শুনলে !—সাতকাণ্ড রামায়ণ সীত কার ভাৰ্য্যে ! অমুক মল্লিক হীনবুদ্ধি । আমার মাহেশে যাবার কথায় চলতি নৌকা বন্দোবস্ত করেছিল,—আর বাড়ীতে গেলেই হৃত্বকে বলতো—হতু, গাড়ী রেখেছে ? অধর । সংসার করতে গেলে এ সব না করলে চলে না। আপনি ত বারণ করেন নাই ? [ উন্মাদের পর মাহিনী সই করণার্থ খাজাঞ্চীর আহবান-কথা । ] শ্রীরামকৃষ্ণ । নি✉ত্তিই ভাল—প্রহত্তি ভাল নক্স। এই অবস্থার পর আমার মাইনে সই করাতে ডেকেছিল—যেমন সবাই খাজাঞ্জির কাছে সই করে । আমি বল্লাম—ত। আমি পারবো না । আমি ত চাচ্ছি না । তোমাদের ইচছা হয় আর কারুকে দাও । SATB BBJu DDBB SBDD BB BBBB BJJS X >