পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। নরেন্দ্র, ভবনাথ, হাজরা প্রভৃতি ভক্তসঙ্গে। ১৭৭ [ শিবনাথকে দেখিবার ইচছা । মহেন্দ্রর তীর্থযাত্র প্রস্তাব । ] ঠাকুর শিবনাথ (শাস্ত্রী ) কে দেখিতে যাইবেন ইচ্ছা হইয়াছে— তাই মুখুয্যেদের বলিতেছেন, ‘একবার শিবনাথকে দেখতে যাবো— তোমাদের গাড়ীতে গেলে আর ভাড়া লাগবে না ? মুখয্যে। যে আজ্ঞ, তাই এক দিন ঠিক করা যাবে। শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি ) । আচ্ছ, আমাদের কি লাইক্‌ like করবে ? অতো ওরা ( ব্রাহ্মভক্তেরা ) সাকার বাদীদের নিন্দা করে । শ্ৰীযুক্ত মহেন্দ্র মুখুয্যে তীর্থযাত্রা করিবেন—ঠাকুরকে জানাইতেছেন। শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে) । সে কি গো ! প্রেমের অঙ্কুর না হতে হতে যাচ্চে ? অঙ্কুর হবে তার পর গাছ হবে, তার পর ফল হবে । তোমার সঙ্গে বেশ কথাবার্তা চলছিল । মহেন্দ্র । আজ্ঞ, একটু ইচ্ছা হয়েছে ঘুরে আসি । আবার শীঘ্র ফিরে আসবে। । চতুর্থ পরিচ্ছেদ । নরেন্দ্রের ভক্তি ৷ যদুমল্লিকের বাগানে ভক্তসঙ্গে শ্ৰীগৌরাঙ্গের ভাব । অপরাহ হইয়াছে । বেলা ৫টা হইবে । ঠাকুর গাত্রোথান করিলেন । ভক্তেরা বাগানে বেড়াইতেছেন । অনেকে শীঘ্ৰ বিদায় লইবেন । ঠাকুর উত্তরের বারাণ্ডায় হাজরার সহিত কথা কহিতেছেন। নরেন্দ্র আজকাল, গুহদের বড় ছেলে অন্নদার কাছে, প্রায় যান। হাজরা । গুহদের ছেলে অন্নদা শুনলাম বেশ কঠোর করছে। সামান্য সামান্য কিছু খেয়ে থাকে । চার দিন অন্তর অন্ন খায় । শ্রীরামকৃষ্ণ । বল কি ! কে জানে কোন ভেকুসে নারায়ণ মিল যায় !" হাজরা । নরেন্দ্র আগমনী গাইলে । শ্রীরামকৃষ্ণ ( ব্যস্ত হইয়া ) । কি রকম ? কিশোর কাছে দাড়াইয়া । ঠাকুর বলছেন—তুই ভাল আছিস ? ঠাকুর পশ্চিমের গোল বারাণ্ডায় । শরৎকাল । গেরুয়া রঙ্গে ছোপান >ミ