পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨.૨૨ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত। [ 1884, 2nd October. “অন্তরে তিনিই আছেন। তাই বেদে বলে “তত্ত্ব মসি’ ( সেই তুমি ) । আর বাহিরেও তিনি। মায়াতে দেখাচ্ছে নানারূপ ; কিন্তু বস্তুতঃ তিনিই রয়েছেন । “তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে, বলতে হয় ও তৎসৎ । “দর্শন করলে এক রকম, শাস্ত্র পড়ে আর এক রকম। শাস্ত্রে আভাষ মাত্র পাওয়া যায়। তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোন প্রয়োজন নাই। তার চেক্সে লিভজলে তাকে ডাক। ভাল । “গীতা সমস্ত না পড়লেও হয় । দশবার ‘গীত গীতা’ বল্লে যা হয় তাই গীতার সার। অর্থাৎ ‘ত্যাগী' । হে জীব, সনল ত্যাগ করে BBJJBB BBB BBS BBBSTB BBB BD BBBS [ শ্রীরামকৃষ্ণের ৬ভবতারিণীর আরতি দর্শন ও ভাবাবেশ । ] ঠাকুর ভক্তসঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে ভাববিষ্ট হইয়াছেন । আর ঠাকুরপ্রতিমা সম্মুখে ভূমিষ্ট হইয়া প্রণাম করিতে পারিতেছেন না । s অতি সন্তপনে ভক্তসঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসনে উপবিষ্ট হইলেন । এখনও ভাবাবিষ্ট । ভাবাবস্থায় কথা কহিতেছেন ! মুখুয্যের আত্মীয় হরির বয়ঃক্রম আঠার কুড়ি হইবে । তাহার বিবাহ হইয়াছে । আপাততঃ মুখুয্যেদের বাড়ীতেই থাকেন—কৰ্ম্ম কাজ করিবেন। ঠাকুরের উপর খুব ভক্তি । [ শ্রীরামকৃষ্ণ ও মন্ত্রগ্রহণ। ভক্তের নিকট শ্রীরামকৃষ্ণের অঙ্গীকার । ] শ্রীরামকৃষ্ণ ( ভাবাবেশে, হরির প্রতি ) ৷ তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে মন্ত্র নিও । ( শ্রীযুক্ত প্রিয়কে ) এ কে (হরিকে ) বলে ও দিতে পারলাম না ; মন্ত্র ত দিই না । “তুমি যা ধ্যান জপ করে তাই কোরে । প্রিয়। যে আজ্ঞ। শ্রীরামকৃষ্ণ । আর আমি এই অবস্থায় বলছি—কথায় বিশ্বাস কোরে । ছাখো, এখানে ঢং ফং নাই। - “আমি ভাবে বলেছি,—ম, এখানে মারা আস্তৱিক টানে আসবে, তার ঘেল সিদ্ধ হয়।’