পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলুটোলা নবীনসেনের বাড়ী। ব্রাহ্মভক্তসঙ্গে। ૨૨૧ গান— মধুর হরিনাম নসে রে, জীব যদি মুখে থাকবি । 히R- গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়। - হুঙ্কারে পাষণ্ড দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায় ॥ 히F- ব্ৰজে যাই কাঙ্গালবেশে কৌপীন দাও হে ভারতী । 히F- গেীর নিতাই তোমরা দুভাই, পরম দয়াল হে প্ৰভু । 하iR--- হরি বলে আমার গৌর নাচে। গান—-কে হরিবোল হরিবোল বলিয়ে যায় । যারে মাধাই জেনে আয় । (আমার গৌর যায় কি নিতাই যায় রে) (যাদের সোণার নূপুর রাঙ্গ পায়) ( যাদের নেড় মাথা ছোড়া কঁথা, রে) (যেন দেখি পাগলের প্রায় । ) ব্রাহ্মভক্তের আবার গাহিতেছেন,—(শ্রীকথামৃত, ১ম ভাগ । ) 히지- কত দিনে হবে সে প্রেম সঞ্চার । হয়ে পূর্ণকাম, বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার ॥ ঠাকুর উচ্চ সঙ্কীৰ্ত্তন করিয়া গাহিতেছেন ও নাচিতেছেন— গান— যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা, তারা দুভাই এসেছে রে । (যার মার খেয়ে প্রেম যাচে, তারা) (যারা আপনি কেঁদে জগৎ কাদায়) গান— নদে টলমল টলমল করে, ঐ গৌর প্রেমের হিল্লোলে রে ! ঠাকুর মার নাম করিতেছেন – গান – গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ কোরো না । ব্রাহ্মভক্তরা তাহাদের দুইটি গান গাহিতেছেন। গান-—- আমায়ু দেমী পাগল করে । "히F- চিদাকাশে হল পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে। শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত, চতুর্থভাগ, একবিংশ খণ্ডে দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে আনন্দ কথা ও yনবীনসেনের বাটতে ব্রাহ্মভক্তদের সহিত কীৰ্ত্তনানন্দ কথা সমাপ্ত ।