পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর । বাবুরাম, মণি প্রভৃতি ভক্তসঙ্গে । ২৩৭ “সে বার যাত্রার সময় মধু ডাক্তারের চক্ষে ধারা দেখে, তার দিকে চেয়ে ছিলাম । আর কারু দিকে তাকাতে পারলাম না । _ே _ চতুর্থ পরিচ্ছেদ । শ্রীরামকৃষ্ণ, কেশব ও ব্রাহ্মসমাজ । সমন্বয় উপদেশ । The Universal Catholic Church of Sri Ramkrishna. শ্রীরামকৃষ্ণ (মণির প্রতি) । আচ্ছ, লোক যে এত আকর্ষণ হয়ে আসে এখানে, তার মানে কি ? মণি । আমার ব্রজের লীলা মনে পড়ে । কৃষ্ণ যখন রাখাল আর বৎস হলেন, তখন রাখালদের উপর গোপীদের, আর বৎসদের উপর গাভীদের, বেশী আকর্ষণ হতে লাগলো। w শ্রীরামকৃষ্ণ । সে ঈশ্বরের আকর্ষণ । কি জান, মা এইরূপ ভেন্ধী লাগিয়ে দেন আর আকর্ষণ হয়। শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, কেশব সেনের কাছে যত লোক যেতে, এখানে তো ততো আসে না । আর কেশব সেনকে কত লোক গণে মানে, বিলাতে পৰ্য্যন্ত জানে,—Queen ( রাণী ভিক্টোরিয়া ) কেশবের সঙ্গে কথা কয়েছে ! গীতায় তো বলেছে, যাকে অনেকে গণে মানে, সেখানে ঈশ্বরের শক্তি। এখানে তো অতো হয় না ? মণি । কেশব সেনের কাছে সংসারী লোক গিয়েছে । শ্রীরামকৃষ্ণ । হা, তা বটে। ঐহিক লোক । মণি । কেশব সেন যা করে গেলেন, তা কি থাকবে ? শ্রীরামকৃষ্ণ । কেন, সংহিতা করে গেছে,—তাতে কত নিয়ম ! মণি । অবতার যখন নিজে কাজ করেন, তখন আলাদা কথা । যেমন চৈতন্যদেবের কাজ । শ্রীরামকৃষ্ণ । হা হা, ঠিক । মণি । আপনি ত বলেন,—চৈতন্যদেব বলেছিলেন, আমি যা বীজ ছড়িয়ে দিয়ে গেলাম, কখন না কখন এর কাজ হবে । কাণীশের উপর বীজ রেখেছিল, বাড়ী পড়ে গেলে সেই বীজ আবার গাছ হবে ।