পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৮ ătălătoto [ 1884, 5th October. শ্রীরামকৃষ্ণ । আচ্ছা, শিবনাথরা যে সমাজ করেছে, তাতেও অনেক লোক খায় । মণি । আজ্ঞা, তেমনি লোক যায় । শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে ) হ হ , সংসারা লোক সব যায় । যারা ঈশ্বরের জন্য ব্যাকুল—কামিনী-কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করছে— এমন সব লোক কম যায় বটে ; মণি । এখান থেকে একটা স্রোত যদি বয় তা হলে বেশ হয় । সে স্রোতের টানেতে সব ভেসে যাবে । এখান থেকে যা হবে সে ত আর এক ঘেয়ে হবে না । [ শ্রীরামকৃষ্ণ ও হিন্দু, মুসলমান, খ টান। বৈষ্ণব ও ব্রহ্মজ্ঞানী ।] শ্রীরামকৃষ্ণ (সহস্যে) । আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি। বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটাই রাখতে বলি, শাক্তকে শাক্তের ভাব । তবে, বলি, ‘একথা বোলো না—আমারই পথ সত্য আর সব মিথ্যা, ভুল ! “হিন্দু, মুসলমান, খৃষ্টান—নানা পথ দিয়ে এক যায়গায়ই যাচ্ছে। নিজের নিজের ভাব রক্ষা করে, আন্তরিক তাকে ডাকলে, ভগবান লাভ হবে । “বিজয়ের শ্বাশুড়ী বলে, “তুমি বলরামদের বলে দাওনা, সাকার পূজোর কি দরকার ? নিরাকার সচ্চিদানন্দকে ডাকলেই হোলে |’ “আমি বল্লুম, “অমন কথা আমিই বা বলতে যাবো কেন—আর তারাই বা শুনবে কেন ?’ মা মাছ রোধেছে—কোনও ছেলেকে পোলওয়া রোধে দেয়, যার পেট ভাল নয় তাকে মাছের ঝোল করে দেয় রুচি ভেদে, অধিকারী ভেদে, একই জিনিষ নানারূপ করে দিতে হয় । মণি । তাজ্ঞ। ই । দেশ কাল পাত্র ভেদে সব আলাদা রাস্তা । তবে যে রাস্ত দিয়েই যাওয়া হ’ক না কেন, শুদ্ধ মন হয়ে, আন্তরিক ব্যাকুল হয়ে ডাকলে তবে তাকে পাওয়া যায় । এই কথা আপনি বলেন । [ মুখুয্যেদের হরি। শ্রীরামকৃষ্ণ ও দান ধ্যান । ] ঘরের ভিতর ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন ! মেজেতে মুখুয্যেদের হরি, মাষ্টার, প্রভৃতি বসিয়া আছেন। একটা অপরিচিত ব্যক্তি ঠাকুরকে প্রণাম করিয়া বসিলেন । ঠাকুর পরে বলিয়াছিলেন,