পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

პNoo শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 884, 14th July, কানে সোনা, তার কথা আন আনা । যার আছে পোদে ট্যানা, তার কথা কেউ শোনে না !? (সকলের হাস্য) । “তুমি গুহদের বাগানে যেতে পারে। প্রায় শুনি, আজ কোথায়, না গুহদের বাগানে —এ কথা বলতুম না, তা তুই কেঁড়েলি করলি – নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করে আছেন। বলছেন, যন্ত্র নাই শুধু গান— শ্রীরামকৃষ্ণ । আমাদের বাছা যেমন অবস্থা --এইতে পারে তো গাও । তাতে বলরামের বন্দোবস্ত ! “বলরাম বলে, “আপনি নৌকা করে আসবেন,—একান্ত না হয় গাড়ী করে আসবেন।’ (সকলের হাস্য) । খ্যাট দিয়েছে । আজ তাই বৈকালে নাচিয়ে নেবে (হাস্য) । এখান থেকে এক দিন গাড়ী করে দিছ লো—w০ ভাড়া ;–আমি বল্লাম, বার আনায় দক্ষিণেশ্বরে যাবে ? তা বলে, ‘ও অমন হয়' । গাড়ী রাস্তায় যেতে যেতে একধার ভেঙ্গে পড়ে গেল ! (সকলের উচ্চহাস্য )। আবার ঘোড়া মাঝে একবারে থেমে যায় ! কোনমতে চলে না ; গাড়োয়ান এক এক বার খুব মারে, আর এক এক বার দোঁড়ায় ! (উচ্চ হাস্য )। তার পর রাম খোল বাজাবে—আর আমরা নাচ বো—রামের তালবোধ নাই ( সকলের হাস্য )। বলরামের ভাব,—আপনারা গাও, নাচে, আনন্দ করো ! ( সকলের হাস্য )। ভক্তেরা বাট হইতে আহারাদি করিয়া ক্রমে আসিতেছেন । মহেন্দ্র মুখুয্যেকে দূর হইতে প্রণাম করিতে দেখিয়া ঠাকুর তাহাকে প্রণাম করিতেছেন—আবার সেলাম করিতেছেন। কাছের একটি ছোকরা ভক্তকে বলিতেছেন, ওকে বলন, ‘সেলাম করলে ;–ও বড় অলকটু অলকটু করে। (সকলের হাস্য )। গৃহস্থ ভক্তেরা অনেকে নিজেদের বাটীর পরিবারদের আনিয়াছেন ;—র্তাহারা শ্ৰীশ্ৰীঠাকুরকে দর্শন করিবেন ও রথের সম্মুখে কীৰ্ত্তনানন্দ দেখিবেন । রাম, গিরিশ প্রভৃতি ভক্তের ক্রমে ক্রমে আসিয়াছেন। ছোকরা ভক্তেরা অনেকে আসিয়াছেন। এইবার নরেন্দ্র গান গাইতেছেন— 하F-- কত দিলে হবে সেন প্রেম সনথ৪াৱ । হয়ে পূর্ণকাম বোলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম-অশ্ৰুধার ॥