পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর । ভক্তসঙ্গে যীশুখৃষ্ট কথাপ্রসঙ্গে । ՀԵ-Գ দেহ ঠাকুর ছোট তক্তার কাছে পূৰ্ব্বাস্ত হইয়া দাড়াইয়াছেন। পণ্ডিত ঘর হইতে চলিয়া গেলে ঠাকুর মাষ্টারকে বলিতেছেন,— আমি যা বলি মিলছে ? মাত্র অস্তিৱিক ধ্যান জপ করেছে তাদেৱ এখানে তমসনতেই হবে । রাত দশটা হইল। ঠাকুর একটু সামান্য সুজির পায়স খাইয়া শয়ন করিয়াছেন। মণিকে বলিতেছেন, ‘পায়ে হাতটা বুলিয়ে দাও ত । কিয়ৎক্ষণ পরে গায়ে ও বক্ষঃস্থলে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। সামান্য নিদ্রার পর মণিকে বলিতেছেন, ‘তুমি শোওগে ;–দেখি, একলা থাকলে যদি ঘুম হয় । ঠাকুর রামলালকে বলিতেছেন, ‘ঘরের ভিতর ইনি (মণি) আর রাখাল শু’লে হয় । দ্বিতীয় পরিচ্ছেদ । ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যীশুখৃষ্ট JESUS CHRIST প্রত্যুষ হইল । ঠাকুর গাত্ৰোথান করিয়া মার চিন্তা করিতেছেন। অসুস্থ হওয়াতে ভক্তেরা শ্ৰীমুখ হইতে সেই মধুর নাম শুনিতে পাইলেন না। ঠাকুর প্রাতঃকৃত্য সমাপন করিয়া ঘরে নিজের আসনে আসিয়া বসিয়াছেন। মণিকে বলিতেছেন, আচ্ছা, রোগ কেন হলো ? মণি । আজ্ঞা, মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না । তারা দেখছে যে, এই দেহের এত অসুখ, তবুও আপনি ঈশ্বর বই আর কিছুই জানেন না । শ্রীরামকৃষ্ণ (সহস্তে )। বলরামও বল্লে, ‘আপনারই এই, তা হলে আমাদের আর হবে না কেন ?" “সীতার শোকে রাম ধনুক তুলতে না পারাতে লক্ষণ আশ্চৰ্য্য হয়ে গেল। কিন্তু পঞ্চভূতের কাদে ব্রহ্মা পড়ে কাদে । মণি । ভক্তের দুঃখ দেখে যীশুখ্ৰীষ্টও অন্য লোকের মত কেঁদেছিলেন । শ্রীরামকৃষ্ণ । কি হয়েছিল ?