পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミbrb" শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1885, 28th August. মণি । মার্থী Martha মেরী Mary দুই ভগ্নী, আর ল্যাজেরাস্ Lazarus ভাই—তিন জনই যীশুখ্রীষ্টের ভক্ত। ল্যাজেরাসের মৃত্যু হয়। যীশু তাদের বাড়ীতে আসছিলেন। পথে এক জন ভগ্নী, মেরী, দৌড়ে গিয়ে পদতলে পড়ে কাঁদতে কঁদিতে বল্লে, প্রভু তুমি যদি আসতে, তা হলে সে মরতো না ! যীশু তার কান্না দেখে কেঁদেছিলেন । [ শ্রীরামকৃষ্ণ ও সিদ্ধাই Miracles. ] “তার পর তিনি গোরের কাছে গিয়ে নাম ধরে ডাকতে লাগলেন । অমনি ল্যাজেরাস প্রাণ পেয়ে উঠে এলো ! শ্রীরামকৃষ্ণ । আমার কিন্তু উগুণো হয় না। মণি । সে আপনি করেন না –ইচছা করে । ও সব সিদ্ধাই Miracle তাই আপনি করেন না । ও সব করলে লোকদের দেহেতেই মন যাবে— শুদ্ধ ভক্তির দিকে মন যাবে না । তাই আপনি করেন না । “আপনার সঙ্গে যীশুখ্রীষ্টের অনেক মেলে। শ্রীরামকৃষ্ণ ( সহাস্ত্যে )। আর কি কি মেলে ? মণি । আপনি ভক্তদের উপবাস কৰ্বে কি অন্য কোন কঠোর কৰ্বে বলেন না—খাওয়া দাওয়া সম্বন্ধেও কোন কঠিন নিয়ম নাই যীশুখ্রীটের শিষ্যেরা রবিবারে নিয়ম না করে খেয়েছিল, তাই যারা শাস্ত্র মেনে চলত, তারা তিরস্কার করেছিল যীশু বল্লেন, ‘ওরা খাবে, খুব করবে ; যত দিন বরের সঙ্গে আছে, বরযাত্রীরা আনন্দই করবে ! শ্রীরামকৃষ্ণ । এর মানে কি ? মণি । অর্থাৎ যতদিন অবতারের সঙ্গে সঙ্গে অাছে, সাঙ্গোপাঙ্গগণ কেবল আনন্দই করবে—কেন নিরানন্দ হবে ? তিনি যখন স্বধামে চলে যাবেন, তখন তাদের নিরানন্দের দিন আসবে। শ্রীরামকৃষ্ণ (সহস্তে)। আর কিছু মেলে ? মণি । আজ্ঞা, আপনি যেমন বলেন—“ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঢুকে নাই ; ওরা উপদেশ ধারণা করতে পারবে,—যেমন নূতন ছাড়িতে দুধ রাখা যায় ! দই পাত হাড়িতে রাখলে নষ্ট হতে পারে, তিনিও সেইরূপ বলতেন ।