পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর । ভক্তসঙ্গে যীশুখ্ৰীষ্ট কথা প্রসঙ্গে । રbr> শ্রীরামকৃষ্ণ । কি বলতেন ? মণি । পুরাণে বোতলে নূতন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে। আর পুরাণে কাপড়ে নূতন তালি দিলে শীঘ্র ছিড়ে যায় ? “আবার যেমন বলেন, ‘মা আর আপনি এক’, তিনিও তেমনি HAT5a, ‘atal zitą atfi af !” (I and my Father are one.) শ্রীরামকৃষ্ণ (সহস্যে )। আর কিছু ? মণি। আপনি যেমন বলেন, ‘ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন । তিনিও বলতেন, ‘ব্যাকুল হয়ে দোরে ঘা মারো, দোর খোলা vitra' (“Knock and it shall be opened unto you’. ) শ্রীরামকৃষ্ণ । আচ্ছা, অবতার যদি হয়, তা পুর্ণ, না অংশ, না কলা ? কেউ কেউ বলে পূর্ণ। মণি আজ্ঞ, পূর্ণ অংশ কলা ও সব ভাল বুঝতে পারি না। তবে যেমন বলেছিলেন, ঐটে বেশ বুঝেছি। পাচিলের মধ্যে গোল ফাঁক । শ্রীরামকৃষ্ণ। কি বল দেখি ? : মণি । প্রাচীরের ভিতর একটী গোল ফাক-—সেই ফাকের ভিতর দিয়ে প্রাচীরের ওধারের মাঠ খানিকট দেখা যাচ্ছে ! সেইরূপ আপনার ভিতর দিয়ে সেই অনন্ত ঈশ্বর খানিকট দেখা যায় । শ্রীরামকৃষ্ণ । হা, দ্য তিন ক্রোশ একবারে দেখা যাচ্ছে ! মণি চাদনীর ঘাটে গঙ্গাস্বান করিয়া আবার ঠাকুরের কাছে ঘরে উপনীত হইলেন । বেলা আটটা হইয়াছে । মণি লাটুর কাছে আটকে চাইছেন—শ্ৰীশ্ৰীজগন্নাথদেবের আটকে । শ্রীরামকৃষ্ণ কাছে আসিয়া মণিকে বলিতেছেন, ‘তুমি ওটা (প্রসাদ খাওয়া ) কোরো—যারা ভক্ত হয়, প্রসাদ না হলে খেতে পারে না।’ মণি । আজ্ঞা, আমি কাল অবধি বলরাম বাবুর বাড়ী থেকে জগন্নাথের আটকে এনেছি—তাই রোজ একটা দুটা খাই । মণি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও বিদায় গ্রহণ করিতেছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, তবে তুমি সকাল সকাল এসো-–আবার ভাদ্র মাসের রৌদ্র—বড় খারাপ । ᎼᎽ ،ے صہبیe=اےسے معیےـنـیے صے حسـ-(