পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ゲ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [1886, 17th · নরেন্দ্রের একটু পেটের অম্লখ করিয়াছে। মাষ্টারকে বলিতেছেন— ‘প্রেম ভক্তির পথে থাকলে দেহে মন আসে। তা না হ’লে আমি কে ? মানুষও নই—দেবতাও নই—আমার সুখও নাই, দুঃখও নাই। [ ঠাকুরের আত্মপূজা । সুরেন্দ্রকে প্রসাদ। মুরেন্দ্রের সেবা । ] রাত্রি নয়টা হইল। সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরাঠাকুরের কাছে পুষ্পমালা আনিয়া নিবেদন করিয়াছেন। ঘরে বাবুরাম, সৰুরেন্দ্র, লাটু, “লাষ্টার প্রভৃতি আছেন । ঠাকুর সুরেন্দ্রের মালা নিজে গলায় ধারণ করিয়াছেন ! সকলেই চুপ করিয়া বসিয়া আছেন। যিনি অন্তরে আছেন, ঠাকুর র্তাহারই বুঝি পূজা করিতেছেন । হঠাৎ সুরেন্দ্রকে ইঙ্গিত করিয়া ডাকিতেছেন। সুরেন্দ্ৰ শয্যার কাছে আসিলে প্রসাদী মালা ( যে মালা নিজে পরিয়াছিলেন ) লইয়া নিজে তাহার গলায় পরাইয়া দিলেন । সুরেন্দ্র মালা পাইয়া প্রণাম করিলেন। ঠাকুর আবার তাহাকে ইঙ্গিত করিয়া পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। সুরেন্দ্র কিয়ৎক্ষণ ঠাকুবের পদসেবা করিলেন । [ কাশীপুর উদ্যানে ভক্তগণের সংস্কীৰ্ত্তন । ] ঠাকুর যে ঘরে আছেন, তাহার পশ্চিম দিকে একটী পুষ্করিণী আছে। এই পুষ্করিণীর ঘাটের চাতালে কয়েকট ভক্ত খোল করতাল লইয়া গান গাইতেছেন। ঠাকুর লাইকে দিয়া বলিয়া পাঠাইলেন —“তোমরা একটু হরিনাম কর।’ মাষ্টার, বাবুৱাম প্রভৃতি এখনও ঠাকুরের কাছে বসিয়া আছেন । র্তাহারা শুনিতেছেন, ভক্তেবা গাহিতেছেন । "হরি রোলে আমার গোর লাভে ! ঠাকুর গান শুনিতে শুনিতে বাবুরাম, মাস্টার প্রভৃতিকে ইঙ্গিত করিয়া বলিতেছেন—তোমরা নীচে যাও। ওদের সঙ্গে গান কর ;– । আর নাচ বে। র্তাহারা নীচে আসিয়া কীৰ্ত্তনে যোগদান করিলেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার লোক পাঠাইয়াছেন। বলেছেন, এই অtখরগুলি দেবে—গেীর নাছতেও জানে রে! গৌরের ভাবের