পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর । জনাইয়ের মুখুয্যে, রাখাল, লাটু প্রভৃতি ভক্তসঙ্গে r৩৯, মুখুয্যে। আহ কি কথা ! ' শ্রীরামকৃষ্ণ । তার জন্য কঁদিতে পারলে দর্শন হয়—সমাধি হয় । যোগে সিদ্ধ হলেই সমাধি । কঁদিলে কুম্ভক আপনি হয় ;–তার পর সনমাধি । “আর এক আছে ধ্যান । সহস্রারে শিব বিশেষরূপে আছেন । র্তার ধ্যান । শরীর সর, মন বুদ্ধি জল। এই জলে সেই সচ্চিদানন্দ সূর্য্যের প্রতিবিম্ব পড়ে। সেই প্রতিবিম্ব সূৰ্য্য ধ্যান করতে করতে সত্য সূৰ্য্য তার কুপায় দর্শন হয় । [ ‘সাধুসঙ্গ কর ও আম্মোক্তারি ( বকলমা ) দাও” । ] “কিন্তু সংসার লোকের সর্বদাই সাধুসঙ্গ দরকার। সকলেরই দরকার । সন্ন্যাসীর ও দরকার। তবে সংসারীদের বিশেষতঃ । রোগ লেগেই আছে—কামিনীকাঞ্চনের মধ্যে সবর্বদা থাকতে হয় । মুখুয্যে । আজ্ঞা, রোগ লেগেই আছে। • শ্রীরামকৃষ্ণ । তাকে আন্মোক্তারি ( বকলম! ) দাও—যা হয় তিনি করুন। তুমি বিড়ালছেনর মত কেবল তাকে ডাকো—ব্যাকুল হয়ে । তার মা যেখানে তাকে রাখে—সে কিছু জানে না ;—কখনও বিছানার উপর রাখছে, —কখনও হেঁশালে । [ প্ৰবৰ্ত্তক শাস্ত্র পড়ে। সাধনার পর তবে দর্শন । ] মুখুয্যে । গীত প্রভৃতি শাস্ত্র পড়া ভাল । শ্রীরামকৃষ্ণ । শুধু পড়লে শুনলে কি হবে ? কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে। ঈশ্বরকে দর্শন করা যায়—আবার র্তার সঙ্গে আলাপ করা যায় । “প্রথমে প্ৰবৰ্ত্তক । সে পড়ে, শুনে। তার পর সাধক, —র্তাকে ডাকছে, ধ্যান চিন্তা করছে, নাম গুণ ੱਜ করছে। তার পর সিদ্ধ, - তাকে বোধে বোধ করেছে, দর্শন করেছে। তার পর সিদ্ধের সিদ্ধ ; যেমন চৈতন্যদেবের অবস্থা—কখনও বাৎসল্য, কখনও মধুর, ভাব । মণি, রাখাল, যোগীন, লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেবদুর্লভ তত্ত্বকথা অবাক হইয়া শুনিতেছেন ।