পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꮼ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত ! [1883, 19th December. সোসে শব্দ করিতেছে ; পরেই ভাগীরথী। দক্ষিণে পঞ্চবটী দেখা যাইতেছে। চতুর্দিকে এত গাছপালা দেবালয়গুলি দেখা যাইতেছে না। শ্রীরামকৃষ্ণ ( মণির প্রতি ) ৷ কামিনীকাথও ন ত্যাগ ল। কৱলে কিন্ত হবে না । . . মণি । কেন ? বশিষ্ঠদেব ত রামচন্দ্রকে বলেছিলেন,—রাম, সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তা হলে সংসার ত্যাগ করে । শ্রীরামকৃষ্ণ ( ঈষৎ হাসিয়া ) । সে রাবণবধের জন্য !-—তাই রাম সংসারে রইলেন—বিবাহ করলেন । মণি নির্ববাক হইয়া কাষ্ঠের ন্যায় দাড়াইয়া রহিলেন ! ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটী অভিমুখে গমন করিলেন । [ ‘নিরাকার সাধনা বড় কঠিন । ] ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী তলায় মণির সহিত কথা কহিতেছেন । বেলা প্রায় ১০টা হইল । মণি । আজ্ঞা, নিরাকার সাধন কি হয় না ? শ্রীরামকৃষ্ণ। হবে না কেন ? ও পথ বড় কঠিন প্লু আগেকার ঋষির অনেক তপস্যার দ্বারা বোধে বোধ করত, ব্ৰহ্ম কি বস্তু অনুভব কৰ্ত্তে । ঋষিদের খাটুনি কত ছিল !—নিজেদের কুটার থেকে সকাল বেলা বেরিয়ে যেত,—সমস্ত দিন তপস্যা করে, সন্ধ্যার পর আবার ফিরতো ! তার পর এসে একটু ফলমূল খেতে । “এ সাধনে একবারে বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে হবে না। রূপ রস গন্ধ সম্পর্শ শব্দ এ সব বিষয় মনে আদপে থাকবে মা । তবে শুদ্ধ মন। সেই শুদ্ধমন ও যা, শুদ্ধআত্মাও তা। মনেতে কামিনীকাঞ্চন এক বারে থাকবে ন!— o “তখন আর একটী অবস্থা হয় । ‘ঈশ্বরই কৰ্ত্ত আমি অকর্তা । আমি না হ’লে চলবে না এরূপ জ্ঞান থাকবে না—সুখে দুঃখে । вара. - =w=

  • ক্লেশোহধিকতরস্তেষামব্যক্তাসক্তচেতসাম ।

অব্যক্তাহুিগতি দুঃখং দেহবন্তিরবাপ্যতে ॥ গীতা ।