পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“) о ềầātsTF8-Fat T= 1 [ 1884, 5th Jánuary. রাখাল গান শুনিয়া ভাববিষ্ট হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীতে আসিয়াছেন । তাহার সঙ্গে বাবুরাম, হরীশ —ক্রমে রাখাল ও মণি । রাখাল । ইনি আজ বেশ কীৰ্ত্তন করে আনন্দ দিয়েছেন । ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া গান গাইতেছেন,— গান-—বঁাচ লাম সখি, শুনি কৃষ্ণ নাম ( ভাল কথার মন্দও ভাল ) । এই সব গান গাইবে—‘সব সখি মিলি বৈঠল, (এইত রাই ভাল ছিল ) ( বুঝি হাট ভাঙ্গ ল! ) আবার বলিতেছেন, “এই আর কি !—ভক্তি, ভক্ত নিয়ে থাকা । [ শ্রীরাধা ও যশোদা সংবাদ । ঠাকুরের ‘আপনার লোক’ ] “কৃষ্ণ মথুরায় গেলে যেশোদ। শ্ৰীমতীর কাছে এসেছিলেন । শ্ৰীমতী ধ্যানস্থ ছিলেন। তার পর যশোদাকে বল্লেন, আমি আছাশক্তি, তুমি আমার কাছে কিছু বর লও। যশোদা বল্লেন, ‘বর আর কি দিবে !-— তবে এই বলে—যেন কায়মনোবাক্যে তারই সেবা করতে পারি,-- যেন এই চক্ষে তার ভক্তের দর্শন হয়, –এই মনে তার ধ্যান চিন্ত যেন হয়,-—আর বাক্য দ্বারা তার নাম গুণ গান যেন হয় !" “তবে যাদের খুব পাকা হয়ে গেছে, তাদের ভক্ত না হলেও চলে,— কখন কখন ভক্ত ভাল লাগে না । পঙ্খের কাজের উপর চুণকাম ফেটে যায়। অর্থাৎ যার তিনি তান্তরে বাহিরে তাদের এইরূপ অবস্থা । ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া পঞ্চবটমূলে মণিকে আবার বলিতেছেন—“তোমার মেয়ে স্থর—এই রকম গান অভ্যাস কৰ্বে পার ?—”সখি সে বন কত দূর !—যে বনে আমার শ্যাম সুন্দর "-- ( বাবুরাম দৃন্টে, মণির প্রতি ) –“দেখো, যারা আপনার তার হল পর,—রামলাল আর সব যেন আর কেউ । যার পর তার হল আপনার,–ছাখোন, বাবুরামকে বলছি—“বাহে যা, – মুখ ধো ! এখন ভক্তরাই আত্মীয় ।” । ( মণি বলিতেছেন,—আজ্ঞা হুঁ । ) [ উন্মাদের পূৰ্ব্বে পঞ্চবটীতে সাধন r857-5৪ । চিৎশক্তি ও চিদাত্মা । ] শ্রীরামকৃষ্ণ ( পঞ্চবটী দৃষ্টে)। এই পঞ্চবটীতে বস্তাম !-কালে