পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ । গুস্ত কথা—"তিন জনই এক” বলরামের বাড়ির বৈঠকখানার পশ্চিম পার্থের ঘরে ঠাকুর বিশ্রাম করিতেছেন, নিদ্রা যাইবেন । গণুর মার বাড়ি হইতে ফিরিতে অনেক রাত হইয়া গিয়াছে। রাত পৌনে এগারটা হইবে। ঠাকুর বলিতেছেন, “যোগীন একটু পায়ে হাতটা বুলিয়ে দাও ত ” কাছে মণি বসিয়া আছেন । যোগীন পায়ে হাত বুলাইয়া দিতেছেন, এমন সময় ঠাকুর বলিতেছেন, আমার ক্ষিদে পেয়েছে, একটু সুজি খাবো । ব্ৰাহ্মণী সঙ্গে সঙ্গে এখানেও আসিয়াছেন। ব্রাহ্মণীর ভাইটি বেশ বায়া তবলা বাজাইতে পারেন। ঠাকুর ব্রাহ্মণীকে আবার দেখিয়া বলিতেছেন, “এবার নরেন্দ্র এলে, কি আর কোনও গাইয়ে লোক এলে ওঁর ভাইকে ডেকে আনলেই হবে।" ঠাকুর একটু সুজি খাইলেন। ক্রমে যোগীন ইত্যাদি ভক্তেরা ঘর হইতে চলিয়া গেলেন। মণি ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন, ঠাকুর র্তাহার সহিত কথা কহিতেছেন । শ্রীরামকৃষ্ণ—আহা, এদের (ব্রাহ্মণীদের ) কি আহলাদ! - মণি—কি আশ্চৰ্য্য, যীশুখ্রষ্টের সময় ঠিক এই রকম হয়েছিল। তারাও ছুটি মেয়েমানুষ ভক্ত, দুই ভগ্নী। Martha আর Mary, শ্রীরামকৃষ্ণ (উৎসুক হইয়া )—তাদের গল্প কি বল ত । মণি—যীশুখ্ৰীষ্ট তাদের বাড়িতে ভক্তসঙ্গে ঠিক এই রকম করে