পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শীতকাল। বেল ৮টা, নহবতের কাছে গাড়ি আসিয়া দাড়াইল । ঠাকুরকে লইয়া যাইবে । চতুর্দিকে ফুলগাছ, সম্মুখে ভাগীরথী ; দিক সকল প্রসন্ন ; শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাড়াইয়া প্ৰণাম । করিলেন ও মার নাম করিতে করিতে যাত্রা করিয়া গাড়িতে উঠিলেন । । সঙ্গে বাবুরাম, মণি। তাহার ঠাকুরের গায়ের বনতি, বনাতের কানঢাকা টুপি ও মসলার থলে সঙ্গে লইয়াছেন, কেন না শীতকাল, । সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন। ঠাকুর সহাস্তবদন ; সমস্ত পথ আনন্দ করিতে করিতে আসিতেছেন। বেলা ৯টা। গাড়ি কলিকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়া ক্রমে মেছুয়া বাজারের চৌমাথায় আসিয়া উপস্থিত হইল । মণি ঈশানের বাড়ি জানিতেন । চেমাথায় গাড়ির মোড় ফিরাইয়া ঈশানের বাড়ির । সম্মুখে দাড়াইতে বলিলেন । ঈশান আত্মীয়দের সহিত সাদরে সহাস্তবদনে ঠাকুরকে অভ্যর্থন করিয়া নীচের বৈঠকখানা ঘরে লইয়া গেলেন। ঠাকুর ভক্তসঙ্গে আসন গ্রহণ করিলেন । • পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীশের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীশ এম্-এ, বি-এল পাশ করিয়া আলিপুরে goise of Cogol I Entrance & F. A. of Universityর ফাস্ট হইয়াছিলেন, অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন। এখন তাহার বয়স প্রায় ত্রিশ বৎসর হইবে। যেমন পাণ্ডিত্য তেমনি বিনয়, লোকে দেখিলে বোধ করে ইনি কিছুই জানেন । না । হাত জোড় করিয়া শ্রীশ ঠাকুরকে প্রণাম করিলেন। মণি ঠাকুরের কাছে শ্রীশের পরিচয় দিলেন ও বলিলেন, এমন শান্ত প্রকৃতির । লোক দেখি নাই s ▪ የኙ፡- '. Iīt M. l ! ای« - ... ", ”, “ . . . ; ös i $'., في الياباني * * в , *, * : *: . r . " | :اگر ,"