পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SO8 छैटौोब्रामकृककथाबाङ-२ब्र खान [ ১৮৮৪, ৫ই এপ্রিল পরপর ঝগড়া। এ বান্ধি নাই যে, যাঁকে কৃষ্ণ বলছো, তাঁকেই শিব, তাঁকেই আদ্যাশক্তি বলা হয়; তাঁকেই যীশ, তাঁহাকেই আল্লা বলা হয়। এক রাম তাঁর হাজার নাম । “বস্তু এক, নাম আলাদা। সকলেই এক জিনিসকে চাচ্চে। তবে আলাদা জায়গা, আলাদা পাত্র, আলাদা নাম। একটা পাকুরে অনেকগুলি ঘাট আছে; হিন্দরা এক ঘাট থেকে জল নিচ্চে, কলসী করে—বলছে 'জল'। মুসলমানরা আর এক ঘাট থেকে জল নিচ্চে, চামড়ার ডোলে করে—তারা বলছে ‘পানী খন্টানরা আর এক ঘাটে জল নিচ্চে—তারা বলছে ‘ওয়াটার’। (সকলের হাস্য)। “যদি কেউ বলে, না, জিনিসটা জল নয়, পানী; কি পানী নয়, ওয়াটার; কি ওয়াটার নয়, জল; তা হলে হাসির কথা হয়। তাই দলাদলি, মনান্তর, ঝগড়া; ধম নিয়ে লাটালাটি, মারামারি, কাটাকাটি; এ সব ভাল নয়। সকলেই তাঁর পথে যাচ্চে, আন্তরিক হলেই ব্যাকুল হ’লেই তাঁকে লাভ করবে। (মণির প্রতি)—“তুমি এইটে শুনে যাও— “বেদ, পরাণ, তন্ত্র—সব শাস্ত্রে তাঁকেই চায়, আর কারকে চায় না—সেই এক সচ্চিদানন্দ। যাকে বেদে সচ্চিদানন্দ ব্ৰহ্ম’ বলেছে, তন্ত্রে তাঁকেই ‘সচ্চিদানন্দ শিৰঃ বলেছে, তাঁকেই আবার পরাণে সচ্চিদানন্দ কৃষ্ণঃ’ বলেছে।" শ্রীরামকৃষ্ণ শুনিলেন, রাম বাড়ীতে মাঝে মাঝে নিজে রোধে খান। শ্রীরামকৃষ্ণ (মণির প্রতি)—তুমিও কি রোধে খাও? মণি—আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ—দেখো না, একটা গাওয়া ঘি দিয়ে খাবে। বেশ শরীর মন শন্ধে বেধি হবে। छछूथ* अब्रिटन्छ्न निऊा थभः निऊा त्र्वशfः निऊाशि नब्रभन्ऊनः রামের ঘরকন্নার অনেক কথা হইতেছে। রামের বাবা পরম বৈষ্ণব। বাড়ীতে শ্রীধরের সেবা। রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছিলেন–রামের তখন খুব অলপ বয়স। পিতা ও বিমাতা রামের বাড়ীতেই ছিলেন; কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই। এক্ষণে বিমাতার বয়স চল্লিশ বৎসর। বিমাতার জন্য রাম পিতার উপরও মাঝে মাঝে অভিমান করিতেন। আজ সেই সব কথা হইতেছে। রাম—বাবা গোল্লায় গেছেন । শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি)—শনেলে ? বাবা গোল্লায় গেছেন: আর উনি ভাল আছেন। 雷