পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>0 。 छैोटैोब्रामकृककथाबुङ-२म्न छाण [ ১৮৮৪, ৫ই এপ্রিল “কতকগুলি ঋণ আছে। দেবখণ, ঋষিঋণ আবার মাতৃক্ষ পিতৃঋণ, সল্লীখণ। মা বাপের ঋণ পরিশোধ না করলে কোন কাজই হয় না। “সীর কাছেও ঋণ আছে। হরিশ স্ত্রীকে ত্যাগ করে এখানে এসে রয়েছে। যদি তার সন্ত্রীর খাবার যোগাড় না থাকত, তাহলে বলতুম ঢ্যামনা শ্যালা! “জ্ঞানের পর ঐ সন্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী। চণ্ডীতে আছে যা দেবী সবভুতেষ মাতৃরপেণ সংস্থিতা। তিনিই মা হয়েছেন। “যত সী দেখ, সব তিনিই। আমি তাই বন্দেকে* কিছু বলতে পারি না। কেউ কেউ শোলক ঝাড়ে, লম্বা লম্বা কথা কয়, কিন্তু ব্যবহার আর এক রকম। রামপ্রসন্ন f ঐ হঠযোগীর কিসে আফিম আর দধের যোগাড় হয়, এই করে করে বেড়াচ্চে। আবার বলে, মনতে সাধ সেবার কথা আছে। এদিকে বড়ো মা খেতে পায় না, নিজে হাট বাজার করতে যায়। এমনি রাগ হয় । [সকল ঋণ হইতে কে মন্ত ? সন্ন্যাসী ও কতব্য] “তবে একটি কথা আছে। যদি প্রেমোন্মাদ হয় তা হ’লে কে বা বাপ, কে বা মা, কে বা সত্রী। ঈশ্বরকে এত ভালবাসা যে পাগলের মত হয়ে গেছে! তার কিছই কতব্য নাই, সব ঋণ থেকে মুক্ত। প্রেমোন্মাদ কি রকম ? সে অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায়। নিজের দেহ যে এত প্রিয় জিনিস, তাও ভুল হয়ে যায়! চৈতন্যদেবের হয়েছিল। সাগরে ঝাপ দিয়ে পড়লেন, সাগর বলে বোধ নাই। মাটিতে বার বার আছাড় খেয়ে পড়ছেন—ক্ষধা নাই, তৃষ্ণা নাই নিদ্রা নাই; শরীর বলে বোধই নাই।” [ॐीयल बट्टक्ला ८शानाद्वजब्र $ ऊौथfबाष्ठा-ठाकूब्र बिनाञान, ऊौथ* ट्कम ? अथटब्रब्र नभन्छण–ब्राटमब्र आँख्ञान-ठाकूब्र अथान्थ ] ঠাকুর হা চৈতন্য r বলিয়া উঠিলেন। (ভক্তদের প্রতি) tsउना कि ना অখন্ড চৈতন্য। বৈষ্ণব চরণ বলতো, গৌরাঙ্গ এই অখন্ড-চৈতন্যের একটি ফটে। শ্রীরামকৃষ্ণ—তোমার কি এখন ইচ্ছা তীথে যাওয়া ? বড়ো গোপাল—আজ্ঞে হাঁ। একটা ঘরে ঘারে আসি ।

  • বন্দে ঝি, ঠাকুরের পরিচারিকা। ১২ই আষাঢ় ১২৮৪ সাল, ইং ২৫শে জন ১৮৭৭ খ্রীস্টাব্দে কমে নিযুক্ত হয়।

+ রামপ্রসন্ন, এ'ড়েদার ভক্ত কৃষ্ণকিশোরের পত্র। - *বড়ো গোপাল—এর নিবাস, সিথি , ঠাকুরের একজন সন্ন্যাসী ভক্ত f ঠাকুর বড়ো গোপাল বালুয়া ডাকিতেন।