পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कणिकाऊा-नानॆाणद्वग्न टेकङनाजौणा नवनि ७ नबाथिभन्न ১১৭ বিদ্যাধরীগণ আর মনিঋষিরা গৌরাঙ্গকে ভগবানের অবতার জ্ঞানে স্তব করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহাদের দেখিয়া ভাবে বিভোর হইতেছেন। মাল্টারকে বলিতেছেন, আহা! কেমন দেখো! বিদ্যাধরীগণ ও মনিঋষিগণ গান করিয়া স্তব করিতেছেন— পরষগণ—কেশৰ কুর কর্ণা দীনে, কুঞ্জকাননচারী। সীগণ-মাধব, মনোমোহন, মোহন মরলীধারী। সকলে—হরিবোল, হরিবোল, হরিবোল, মন আমার। পরষগণ—ব্রজকিশোর, কালীয়হর, কাতর-ভয়-ভঞ্জন। সীগণ—নয়ন বাঁকা, বাঁকা শিখিপাখা, রাধিকাহদিরঞ্জন। পরষগণ—গোবন্ধন-ধারণ, বনকুসুম-ভূষণ, দামোদর কংসদপহারী। সীগণ—শ্যাম রাসরসবিহারী। সকলে—হরিবোল, হরিবোল, হরিবোল, মন আমার। বিদ্যাধরীগণ যখন গাইলেন— ‘নয়ন বাঁকা, বাঁকা শিখিপাখা, রাধিকা হৃদিরঞ্জন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর-সমাধি-মধ্যে মগন হইলেন। কনসার্ট (ঐক্যতানবাদ্য) হইতেছে। ঠাকুরের কোন হশ নাই। षष्ठै शब्रिट्श्ानि कङनालौणा मथfन-८शाँब्र८टट्ञ श्राटङाम्राब्रा ♚ीब्राभकृक জগন্নাথ মিশ্রের ঘরে অতিথি আসিয়াছেন। বালক নিমাই সদানন্দে সমবয়স্যদের সহিত গান গাহিয়া বেড়াইতেছেন— काँश ट्ञब्रा बन्माबन, काँश ब८षामा आहे। কাঁহা মেরা নন্দ পিতা কাঁহা বলাই ভাই ॥ কাঁহা মেরি ধবলী শ্যামলী, কাঁহা মেরি মোহন মরলী। শ্ৰীদাম সদাম রাখালগণ কাঁহা মে পাই৷ কাহা মেরি যমনাতট, কাঁহা মেরি বংশীবট। কাঁহা গোপনারী মেরি, কাঁহা হামারা রাই। অতিথি চক্ষ বজিয়া, ভগবানকে অন্ন নিবেদন করিতেছেন। নিমাই দৌড়িয়া গিয়া সেই অন্ন ভক্ষণ করিতেছেন। অতিথি ভগবান বলিয়া তাঁহাকে জানিতে পারিলেন ও দশাবতারের স্তব করিয়া প্রসন্ন করিতেছেন। মিশ্র ও শচীর কাছে বিদায় লইবার সময় তিনি আবার গান করিয়া সত্ব করিতেছেন—