পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ খণ্ড সাধারণ ব্রাহ্মসমাজে শ্রীরামকৃষ্ণ—বিজয় গোস্বামীর প্রতি উপদেশ थधय अब्रिट्जझन ट्रै'ाकूब्र वैीब्राभङ्क्ष शाक्षाद्ब्रभ् बाबलिषाद्धशन्निव। [ श्राष्फ़ाब्र, झाङब्रा, बिछम्न, निबनाथ, ट्कमाब्र ] আজ শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন। সপ্তমী পুজা, শচক্রবার, ২৬শে সেপ্টেম্বর, ১৮৮৪ খৃস্টাব্দ। ঠাকুরের অনেকগুলি কাজ। শারদীয় মহোৎসব—রাজধানী মধ্যে হিন্দরে প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পজো আরম্ভ। ঠাকুর অধরের বাড়ী প্রতিমা দশন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন। আর একটি সাধ, শ্ৰীযুক্ত শিবনাথকে দশন কারবেন। বেলা আন্দাজ দই প্রহর হইতে সাধারণ ব্রাহ্মসমাজের ফুটপাথের উপর একটি ছাতি হাতে করিয়া মাল্টার পাদচারণ করিতেছেন। একটা বাজিল, দইটা বাজিল, ঠাকুর আসিলেন না। শ্ৰীযক্ত মহলানবিশের ডিসপেনসারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন ; দগোপজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবালবন্ধ সকলের ব্যস্তভাব দেখিতেছেন। ● বেলা তিনটা বাজিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের গাড়ী আসিয়া উপস্থিত গাড়ী হইতে অবতরণ করিয়াই সমাজমন্দির দলেট ঠাকুর করজোড়ে প্রণাম করিলেন। সঙ্গে হাজরা ও আর দুই একটি ভক্ত। মাস্টার ঠাকুরের দশন লাভ । করিয়া তাঁহার চরণ বন্দনা করিলেন। ঠাকুর বলিলেন, “আমি শিবনাথের বাড়ী যাইব।” ঠাকুরের আগমনবাতা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়া জটিলেন। তাঁহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ীর বারদেশে তাঁহাকে লইয়া গেলেন। শিবনাথ বাড়ীতে নাই। কি হইবে ? দেখিতে দেখিতে শ্ৰীযুক্ত বিজয় (গোস্বামী), শ্ৰীযুক্ত মহলানবিশ ইত্যাদি ব্রাহ্মসমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজমন্দিরমধ্যে লইয়া গেলেন। ঠাকুর একটা বসন—ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলেও পড়িতে পারেন। ঠাকুর আনন্দময়, সহাস্যবদনে আসন গ্রহন করিলেন। বেদীর নীচে যে । সথানে সংকীত্তন হয় সেই পথানে বৃসিবার আসন করিয়া দেওয়া হইল। বিজয়াদি অনেকগুলি ব্রাহ্ম ভক্ত সম্মুখে বসিলেন।