পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कर्गजकाज्रा-नायाब्रण ब्रात्रणबाटञ छैोविछत्र द्दणाब्वाबौद्ध अफ फेन्टक्थ ১২৭ আওয়াজ করে তাকে ঠাণ্ডা ক’ত্তে হয়। তারপর ষাঁড়। গ;তুতে এলে, তাকেও মখের আওয়াজ করে ঠাণ্ডা কত্তে হয়। তারপর মাতাল। যদি রাগিয়ে দাও, তাহলে বলবে তোর চোঁদপুরুষ, তোর হেন তেন—বলে গালাগালি দিবে। তাকে বলতে হয়, কি খড়ো কেমন আছ ? তাহলে খাব খসি হবে, তোমার কাছে বসে তামাক খাবে। “অসৎ লোক দেখলে আমি সাবধান হয়ে যাই । যদি কেউ এসে বলে, ওহে হ:কোটাকো আছে ? আমি বলি আছে। “কেউ কেউ সাপের স্বভাব। তুমি জান না, তোমায় ছোবল দেবে। ছোবল, সামলাতে অনেক বিচার আনতে হয়। তা না হলে হয় তো তোমার এমন রাগ হয়ে গেল যে, তার আবার উলটে অনিস্ট ক'ত্তে ইচ্ছা হয়। তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার। সৎসঙ্গ কল্পে তবে সদসৎ বিচার আসে।” বিজয়—অবসর নাই, এখানে কাজে আবদ্ধ থাকি। শ্রীরামকৃষ্ণ—তোমরা আচার্য ; অন্যের ছয়টি হয়, কিন্তু আচায্যের ছয়টি নাই। নায়েব একধার শাসিত কল্পে পর, জমিদার আর একধার শাসন ক’ত্তে তাকে পাঠান। তাই তোমার ছয়টি নাই। (সকলের হাস্য)। বিজয় (কৃতাঞ্জলি হইয়া)—আপনি একটা আশীবাদ করন। শ্রীরামকৃষ্ণ—ও সব অজ্ঞানের কথা। আশীবাদ ঈশ্বর করবেন। [ গহপথ ব্ৰহ্মজ্ঞানীকে উপদেশ–গহপথাশ্রম ও সন্ন্যাস ] বিজয়— আজ্ঞা, আপনি কিছু উপদেশ দিন। O শ্রীরামকৃষ্ণ (সমাজগহের চতুদিকে দণ্টি নিক্ষেপ করিয়া, সহস্যে এক রকম বেশ! সারে মাতে। সারও আছে, মাতও আছে। (সকলের হাস্য) । আমি বেশী কাটিয়ে জন্বলে গেছি। (সকলের হাস্য) ৷ নক্স খেলা জান ? সতের ফোঁটার বেশী হ’লে জলে যায়। একরকম তাস খেলা। যারা সতের ফোঁটার কমে থাকে, যারা পাঁচে থাকে, সাতে থাকে, দশে থাকে, তারা সেয়ানা। আমি বেশী কাটিয়ে জবলে গেছি। “কেশৰ সেন বাড়ীতে লেকচার দিলে। আমি শনেছিলাম। অনেক লোক বসে ছিল। চিকের ভিতরে মেয়েরা ছিল। কেশব বললে হে ঈশ্বর তুমি আশীবাদ কর, যেন আমরা ভক্তি-নদীতে একেবারে ডুবে যাই। আমি হেসে কেশবকে বললাম, ভক্তি-নদীতে যদি একেবারে ডুবে যাবে, তা হলে চিকের ভিতর যাঁরা রয়েছেন, ওঁদের দশা কি হবে? তবে এক কম করো, ডুব দেবে, আর মাঝে মাঝে আড়ায় উঠবে। একেবারে ডুবে তলিয়ে যেও না। এই কথা শুনে কেশব আর সকলে হো হো করে হাসতে লাগলো। “তা হোক। আন্তরিক হলে সংসারেও ঈশ্ববরলাভ করা যায়। আমি ও আমার এইটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি ও তোমার এইটিই জ্ঞান।