পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর-জন্দিরে—নরেস্টাদিকে উপদেশ & (२) आनन्म बनटन बल अथब्र द्वघ नाभ। নামে উথলিবে সন্ধাসিন্ধ: পিয়ে অবিরাম। (পান কর আর দান করহে)। যদি হয় কখন শাক হৃদয়, করো নাম গান। ... " (বিষয়-মরীচিকায় পড়ে হে) (প্রেমে হৃদয়, সরস হবে হে) (দেখ যেন ভুল না রে সেই মহামন্ত্র)। (বিপদকালে ডেক তীরে দয়াল পিতা বলে)। সবে হঙ্কোরিয়ে ছিন্ন কর পাপের বন্ধন। (জয় ব্রহ্ম জয় বলে হে)। এস ব্রহ্মানন্দে মাতি সবে হই পর্ণকাম। (প্রেমযোগে যোগী হয়ে হে)। খোল করতাল লইয়া কীৰ্ত্তন হইতেছে। নরেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে বেড়িয়া বেড়িয়া কীত্তন করিতেছেন। কখন গাহিতেছেন—প্রেমানন্দ রসে হও রে চিরগমন! আবার কখন গাহিতেছেন—সত্যং শিব সন্দররাপ ভাতি হৃদিমন্দিরে । অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাহিতেছেন—‘আনন্দবদনে বল মধর হরিনাম। কীৰ্ত্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বার বার আলিও করিলেন। বলিতেছেন, “তুমি আজ আমায় যে আনন্দ দিলে!!! O আজ ঠাকুরের হৃদয়মধ্যপথ প্রেমের উৎস উচ্ছসিত হইয়াছে। রাত প্রায় আটটা। তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন। উত্তরে লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রতপদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণ করিতেছেন। মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন। হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন, “তুই আমার কি করৰি ?” মা যার সহায় তার মায়া কি করিতে পারে। এই কথা কি বলিতেছেন ? নরেন্দ্র, মাস্টার, প্রিয় রাত্রে থাকিবেন। নরেন্দ্র থাকিবেন; ঠাকুরের আনন্দের সীমা নাই। রাত্রিকালীন আহার প্রস্তুত। শ্ৰীশ্ৰীমা নহবতে আছেন। রটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন। ভক্তেরা মাঝে মাঝে থাকেন; সুরেন্দ্র মাসে মাসে কিছল খরচ দেন। আহার প্রস্তুত ঠাকুরের ঘরের দক্ষিণপবে বারান্দায় জায়গা হইতেছে। [नटब्रन्ध्र अङ्घीज्रट्क व्कूल ७ अनाना विबन्न कथा कर्गश्टङ नट्षथ] নরেন্দ্ৰ—আজকাল ছোকরারা কি রকম দেখছেন ? মাল্টার—মন্দ নয়, তবে ধমোপদেশ কিছ হয় না। নরেন্দ্ৰ—আমি নিজে ধা’ দেখেছি, তাতে বোধ হয় সব অধঃপাতে যাচ্ছে। বাড়াসাই, ইয়াকি, বাবয়ানা, স্কুল পালানো, এ সব সর্বদা দেখা যায়। এমন কি দেখেছি যে কুপথানেও যায়। து ?