পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশৰয়-জঙ্গিরে-পশিভক্তসঙ্গে জয়ানদের কথা ఫి &షి “যেরপে সঙ্গের মধ্যে থাকবে, সেরাপ প্ৰভাব হয়ে যায়। তাই ছবিতেও দোষ। আবার নিজের যেরপে স্বভাব, সেইরাপ সঙ্গ লোকে খোঁজে। পরমহংসেরা দ পাঁচজন ছেলে কাছে রেখে দেয়ু—কাছে আসতে দেয়—পাঁচ ছয় বছরের। ও অবস্থায় ছেলেদের ভিতর থাকতে ভাল লাগে। ছেলেরা সত্ত্ব রজঃ তমঃ কোন গণের বশ নয়। “গাছ দেখলে তপোবন মনে পড়ে—ঋষি তপস্যা করছে, উদ্দীপন হয়।” সিথির একটি ব্রাহ্মণ ঘরের মধ্যে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন। ইনি কাশীতে বেদান্ত পড়িয়াছিলেন। পথািলকায়, সদা হাস্যমুখ। শ্রীরামকৃষ্ণ—কি গো, কেমন সব আছ ? অনেকদিন আস নাই। পন্ডিত (সহস্যে)—আজ্ঞা, সংসারের কাজ। আর জানেন তো সময় আর হয় না। পণ্ডিত আসন গ্রহণ করিলেন। তাঁহার সহিত কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ—কাশীতে অনেকদিন ছিলে, কি সব দেখলে, কিছু বল। দয়ানন্দের* কথা একটা বল। পণ্ডিত—দয়ানন্দের সঙ্গে দেখা হয়েছিল। আপনি ত দেখেছিলেন ? শ্রীরামকৃষ্ণ—দেখতে গিছলাম, তখন ওধারে একটি বাগানে সে ছিল। কেশব সেনের আসবার কথা ছিল সেদিন। তা যেন চাতকের মতন কেশবের জন্য ব্যস্ত হতে লাগল। খাব পণ্ডিত। বাঙ্গালা ভাষাকে বলতো, গৌরাণ্ড ভাষা। দেবতা মানতো—কেশব মানতো না! তা বলতো ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না! নিরাকারবাদী। কাতেন ‘রাম রাম’ কাঁচ্ছল, তা বললে তার চেয়ে সন্দেশ সন্দেশ’ বল। পণ্ডিত—কাশীতে দয়ানন্দের সঙ্গে পণ্ডিতদের খুব বিচার হ’ল। শেষে সকলে একদিকে, আর ও একদিকে। তারপর এমন করে তুললে যে পালাতে পাল্লে বাঁচে। সকলে একসঙ্গে উচ্চৈস্বরে বলতে লাগলো—‘দয়ানন্দেন যদন্তং তন্ধেয়ম। [♚ीब्राञङ्कक eधिळज्ञानकि-७ब्रा कि झेथ्बब्रट्क बाकूण इ८ब्र ८थाँzछ] “আবার কর্ণেল অলকটকেও দেখেছিলাম। ওরা বলে সব মহাত্মা আছে। আর চন্দ্রলোক, সযলোক, নক্ষত্ৰলোক এই সব আছে। সক্ষমশরীর সেই সব জায়গায় যায়—এই সব অনেক কথা। আচ্ছা মহাশয়, আপনার থিয়োসাঁফ কি রকম বোধ হয় ?

  • দয়ানন্দ সরস্বতী, ১৮২৪ - ১৮৮৩ । কাশীর আনন্দবাগে বিচার ১৮৬৯ ৷ কলিকাতায় স্থিতি, ঠাকুরদের নৈলের প্রমোদ কাননে, ডিসেম্বর ১৮৭২—মার্চ ১৮৭৩ । ঐসময়ে শ্রীরামকৃকের ও কেশবের ও কাপেতনের দর্শন। কাপেতন ঠাকুরকে ঐ সময়ে সম্ভবতঃ দশন করেন ।