পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

गर्याचाट्न-बङ्ग-अन्नब्र–काजौच्एछा बदर्शानभाम्न उब्जनानटन्त्र छैोब्राबकृक ঠাকুর আবার নিজাসনে গিয়া বসিলেন। ভক্তেরা মেজেতে বসিলেন। বাবরাম ও কিশোরী তাড়াতাড়ি করিয়া ছোট খাটটিত্বে গিয়া ঠাকুরের পাদমলে বসিয়া একে একে পদসেবা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ (কিশোরীর দিকে তাকাইয়া)—আজ যে খব সেবা! রামলাল আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ; ও অতিশয় ভক্তিভাবে পদধমলি গ্রহণ করিলেন। মায়ের পজা করিতে যাইতেছেন। রামলাল (ঠাকুরের প্রতি)—তবে আমি আসি। শ্রীরামকৃষ্ণ—ওঁ কালী, ওঁ কালী। সাবধানে পজো করো। আবার মেড়া বলি দিতে হবে। মহানিশা। পজা আরম্ভ হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পজো দেখিতে আসিয়াছেন। মার কাছে গিয়া দশন করিতেছেন । এইবার বলি হইবে—লোক কাতার দিয়া দাঁড়াইয়াছে। বধ্য পশর উৎসগ হইল। পশকে বলিদানের জন্য লইয়া যাইবার উদ্যোগ হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দির ত্যাগ করিয়া নিজের ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুরের সে অবস্থা নয় ; পশবেধ দেখিতে পারবেন না। রাত দুইটা পৰ্যন্ত কোন কোন ভক্ত মা কালীর মন্দিরে বসিয়াছিলেন। হরিপদ কালীঘরে আসিয়া বলিলেন, চলন, তিনি ডাকছেন, খাবার সব প্রস্তুত। ভক্তেরা ঠাকুরের প্রসাদ পাইলেন ও যে যেখানে পাইলেন, একটা শুইয়া পড়িলেন। ভোর হইল ; মার মঙ্গল আরতি হইয়া গিয়াছে। মার সম্মুখে নাটমন্দির। নাটমন্দিরে যাত্রা হইতেছে, মা যাত্রা শুনিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ীর বহৎ পাকা উঠান দিয়া যাত্রা শুনিতে আসিতেছেন। মণি সঙ্গে সঙ্গে আসিতেছেন—ঠাকুরের কাছে বিদায় লইবেন। শ্রীরামকৃষ্ণ—কেন তুমি এখন যাবে ? মণি—আজ আপনি সিথিতে বৈকালে যাবেন, আমারও যাবার ইচ্ছা আছে, তাই বাড়ীতে একবার যাচ্ছি। কথা কহিতে কহিতে মা কালীর মন্দিরের কাছে আসিয়া উপস্থিত। অদরে নাটমন্দির, যাত্রা হইতেছে। মণি সোপানমলে ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিতেছেন। * , ঠাকুর বলিলেন, “আচ্ছা এসো। আর দখানা আটপৌরে নাইবার কাপড় আমার জন্য এনে ৷” ఫి=ఏ ఫి