পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏషి శి छैठौब्रामकृककथाश्रेष्ठ-२म्न खाण t s४४s, २१८ण ७िठमष्बन्न শ্রীরামকৃষ্ণ (সহস্যে, কেদার ও অন্যান্য ভক্তদের প্রতি)–এ এক রকম মন্দ নয় । পত্রিতাধম। প্রতিমায় ঈশ্বরের পজা হয় আর জীয়ন্ত মানষে কি হয় না? তিনিই মানুষ হয়ে লীলা করছেন। [ऋबकथा-लाकूटब्रब्र व्रक्रख्ञाटनब्र अवन्था ७ नबङ्किङ श्रेष्बव्र नभञ] “কি অৰন্থা গেছে। হরগৌরীভাবে কত দিন ছিলাম। আবার কত দিন রাধাকৃষ্ণভাবে! কখন সাঁতারামের ভাবে! রাধার ভাবে কৃষ্ণ কৃষ্ণ কত্তম, সাঁতার ভাবে রাম রাম কৰ্ত্তম। “তবে লীলাই শেষ নয়। এই সব ভাবের পর বললাম, মা এ সবে বিচ্ছেদ আছে। যার বিচ্ছেদ নাই, এমন অবস্থা করে দাও। তাই কতদিন অখণ্ড সচ্চিদানন্দ এই ভাবে রইলাম। ঠাকুরের ছবি ঘর থেকে বার করে দিলাম। “তাঁকে সবভূতে দশন করতে লাগলম। পজা উঠে গেল! এই বেলগাছ! বেলপাতা তুলতে আসতুম! একদিন পাতা ছিাড়তে গিয়ে অশি খানিকটা উঠে এল। দেখলাম গাছ চৈতন্যময়! মনে কষ্ট হলো। দবা তুলতে গিয়ে দেখি, আর সে রকম করে তুলতে পারিনি। তখন রোক ক’রে তুলতে গেলাম। “আমি লেৰ কাটতে পারি না। সেদিন অনেক কন্টে, ‘জয় কালী’ বলে তাঁর সম্মখে বলির মত করে তবে কাটতে পেরেছিলাম। একদিন ফল তুলতে গিয়ে দেখিয়ে দিলে,—গাছে ফল ফটে আছে, যেন সম্মখে বিরাট— পজা হয়ে গেছে—ৰিৱাটের মাথায় ফলের তোড়া! আর ফল তোলা হলো না! “তিনি মানুষ হয়েও লীলা করছেন। আমি দেখি, সাক্ষাৎ নারায়ণ। কাঠ ঘসতে ঘসতে যেমন আগন বেরোয়, ভক্তির জোর থাকলে মানুষেতেই ঈশ্বর দর্শন হয়। তেমন টোপ হ’লে বড় রই কাতলা কপ করে খায়। “প্রেমোন্মাদ হলে সব ভূতে সাক্ষাৎকার হয়। গোপীরা সবভূতে শ্ৰীকৃষ্ণ দশন করেছিল। কৃষ্ণময় দেখেছিল। বলেছিল, আমিই কৃষ্ণ ! তখন উন্মাদ অবস্থা! গাছ দেখে বলে, এরা তপস্বী, শ্রীকৃষ্ণের ধ্যান করছে। তৃণ দেখে বলে, শ্রীকৃষ্ণকে পশ করে ঐ দেখ পৃথিবীর রোমাঞ্চ হয়েছে। “পতিৱতাধম ; স্বামী দেবতা। তা হবে না কেন ? প্রতিমায় পজা হয়, আর জীয়ন্ত মানষে কি হয় না ? [टङिभाग्न आविख्"ब-भानव श्रेथ्बब्र मभfन कथन ? निङानिन्थ ७ नरनाब्र] “প্রতিমায় অবিভাব হতে গেলো তিনটি জিনিসের দরকার,—প্রথম পজারীর ভক্তি, দ্বিতীয় প্রতিমা সন্দের হওয়া চাই, তৃতীয় গহমবামীর ভক্তি। বৈষ্ণৰ চরণ বলেছিল, শেষে নরলীলাতেই মনটি কুড়িয়ে আসে। “তবে একটি কথা আছে,—তাঁকে সাক্ষাৎকার না করলে এরাপ লীলা দশন হয় না। সাক্ষাৎকারের লক্ষণ কি জান ? বালক স্বভাব হয়। কেন বালক