পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छछूबिरिश्न थ-छ শ্রীরামকৃষ্ণের কলিকাতায় ভক্তমন্দিরে আগমনশ্ৰীযুক্ত গিরীশ ঘোষের বাটীতে উৎসব প্রথম পরিচ্ছেদ ठाकूब्र छैोब्राभङ्कक वणब्राद्वभब्र बाल्लेौ८ङ अन्ऊब्रथ्शनzथ्श [नट्ब्रन्छ, आच्छेब्र, बागौन, बाबद्भन्नाञ, ब्राम, छबनाथ, बजब्राम, कुनि] শক্লেবার বৈশাখের শুক্লা দশমী ২৪শে এপ্রিল, ১৮৮৫ খৃস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ আজ কলিকাতায় আসিয়াছেন। মাস্টার আন্দাজ বেলা একটার সময় বলরামের বৈঠকখানায় গিয়া দেখেন, ঠাকুর নিদ্রিত। দ একটি ভক্ত কাছে বিশ্রাম করিতেছেন। মাল্টার একপাশেব বসিয়া সেই সাপ্ত বালক-মতি দেখিতেছেন। ভাবি েন, কি আশ্চয, এই মহাপরাষ, ইনিও প্রাকৃত লোকের ন্যায় নিদ্রায় অভিভূত হইয়া শুইয়া আছেন। ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন। মাল্টার আস্তে আসেত একখানি পাখা লইয়া হাওয়া করিতেছেন। কিছুক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিদ্রাভঙ্গ হইল। এলোথেলো হইয়া তিনি উঠিয়া বসিলেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাঁহাকে প্রণাম ও তাঁহার পদধ্বলি গ্রহণ করিলেন। [শ্রীরামকৃষ্ণের প্রথম অসনখের সঞ্চার—এপ্রিল ১৮৮৫] শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি সনেহৈ9–ভাল আছ ? কে জানে বাপ ! আমার গলায় বিচি হয়েছে। শেষ রাত্রে বড় কাট হয়। কিসে ভাল হয় বাপ ? (চিন্তিত হইয়া)—আমের অম্বল করেছিল, সব একটা একট খেলম। (মালটারের প্রতি) তোমার পরিবার কেমন আছে ? সেদিন কাহিল দেখলাম; ঠান্ডা একটা একটা দেবে। মাস্টার—আজ্ঞা, ডাব-টাব ? শ্রীরামকৃষ্ণ–হাঁ, মিছরির সরবৎ খাওয়া ভাল। মাস্টার—আমি রবিবার বাড়ী গিয়েছি। শ্রীরামকৃষ্ণ—বেশ করেছ। বাড়ীতে থাকা তোমার সবিধে। বাপ-টাপ সকলে আছে, তোমায় সংসার তত দেখতে হবে না। কথা কহিতে কহিতে ঠাকুরের মুখ শুকাইতে লাগিল। তখন বালকের ন্যায় জিজ্ঞাসা করিতেছেন, (মাস্টারের প্রতি)—আমার মুখ শকুচ্চে। সবাই-এর কি মাখ কুকুচ্চে?