পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भिब्रिथ-अग्निट्रब्र-छतनटच्न ♚ौद्धामबुद कौद्धfनानद्वन्न ՏQՏ গিরিশ–তা মশাই যাই বলন, যোগের প্রক্লিয়াই বলন আর যাই বলন, সেটি হতে পারে না। কৃষ্ণই কৃষ্ণ হতে পারেন। যদি সেই সব ভাৱ, মনে করন রাধার ভাব কার ভিতরে থাকে, তবে সে ব্যক্তি সেই-ই; অথাৎ সে ব্যক্তি রাধা স্বয়ং। শ্রীকৃষ্ণের সমস্ত ভাব যদি কার ভিতর দেখতে পাই, তখন বুঝতে হবে, শ্রীকৃষ্ণকেই দেখছি। মহিমাচরণ বিচার বেশী দরে লইয়া যাইতে পারিলেন না। অবশেষে এক রকম গিরিশের কথায় সায় দিলেন। মহিমাচরণ (গিরিশের প্রতি)–হাঁ মহাশয়, দুই-ই সত্য। জ্ঞানপথ সেও তাঁর ইচ্ছা ; আবার প্রেমভক্তি, তাঁর ইচ্ছা। ইনি যেমন বলেন, ভিন্ন পথ দিয়ে এক জায়গাতেই পৌছান যায়। শ্রীরামকৃষ্ণ (মহিমার প্রতি একান্তে)—কেমন, ঠিক বলছি না ? মহিমা—আজ্ঞা, যা বলেছেন। দই-ই সত্য। শ্রীরামকৃষ্ণ—আপনি দেখলে, ওর (গিরিশের) কি বিশ্বাস। জল খেতে ভুলে গেল। আপনি যদি না মানতে, তা হ’লে টুটি ছিড়ে খেত, যেমন কুকুরে মাংস খায়। তা বেশ হলো। দুজনের পরিচয় হলো, আর আমারও অনেকটা জানা হলো । क्लफूथ' अर्गब्रट्झन ठाकूब्र कौख“नानद्वन्म কীত্তনিয়া দলবলের সহিত উপস্থিত। ঘরের মাঝখানে বসিয়া আছে । ঠাকুরের ইঙ্গিত হইলেই কীত্তন আরম্ভ হয়। ঠাকুর অনুমতি দিলেন। রাম (শ্রীরামকৃষ্ণের প্রতি)—আপনি বলন, এরা কি গাইবে ? শ্রীরামকৃষ্ণ—আমি কি বলবো ?—(একটা চিন্তা করিয়া) আচ্ছা, অনর্গ। কৗত্তনিয়া পবরাগ গাইতেছেন— আরে মোর গোরা বিজমণি। রাধা রাধা বলি কান্দে, লোটায় ধরণী ॥ রাধানাম জপে গোরা পরম যতনে। সরধনী ধারা বহে অরণে নয়নে৷ ক্ষণে ক্ষণে গোরা অঙ্গ ভূমে গড়ি যায়। রাধানাম বলি ক্ষণে ক্ষণে মরছায় ॥ পলকে পারল তন গদ গদ বোল। বাস কহে গোরা কেন এত উতরোল ॥ কীত্তন চলিতে লাগিল। যমনাতটে প্রথম কৃষ্ণ দশন অবধি শ্রীমতাঁর অবস্থা সখীগণ বলিতেছেন,— さ習一ー>8