পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՏ Օ छैोर्टीब्राबक्लककथाबाङ-९ज्ञ काण [ ১৮৮৫, ২৪শে এপ্রিল ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়। মন উচাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায় ॥ (রাই এমন কেনে বা হৈল)। গর দরের জন, ভয় নাহি মন, কোথা বা কি দেব পাইল ॥ সদাই চঞ্চল, বসন অঞ্চল, সবরণ নাহি করে। বসি বসি থাকি, উঠয়ে চমকি, ভূষণ খসিয়া পড়ে৷ বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে কুলবধ বালা। কিবা অভিলাষে, আছয়ে লালসে, না বুঝি তাহার ছলা৷ তাহার চরিতে, হেন বুঝি চিতে, হাত বাড়াইল চান্দে। । চণ্ডীদাস কয়, করি অননয়, ঠেকেছে কালিয়া ফান্দে ॥ কীত্তন চলিতে লাগিল—শ্ৰীমতীকে সখীগণ বলিতেছেন,— কহ কহ সবিদনী রাখে ! কি তোর হইল বিয়াধে৷ কেন তোরে আনমন দেখি। কাহে নখে ক্ষিতি তলে লিখি ॥ হেমকান্তি ঝামর হৈল। রাঙ্গাবাস খসিয়া পড়িল৷ অখিযাগ অরণ হইল। মুখপদ্ম শকাইয়া গেল। এমন হইল কি লাগিয়া। না কহিলে ফাটি যায় হিয়া৷ এত শনি কহে ধনি রাই। শ্রীযদুনন্দন মুখ চাই। কীৰ্ত্তনিয়া আবার গাইল—শ্ৰীমতী বংশীধৰনি শুনিয়া পাগলের ন্যায় হইয়াছেন। সখীগণের প্রতি শ্ৰীমতীর উক্তি— কদবের বনে, থাকে কোন জনে, কেমনে শবদ আসি। একি আচবিতে, শ্রবণের পথে, মরমে রহল পশি ॥ সান্ধায়ে মরমে, ঘচিায়া ধরমে, করিল পাগলি পারা। চিত সিথর নহে, শোয়াস বারহে, নয়নে বহয়ে ধারা ॥ কি জানি কেমন, সেই কোন জন, এমন শবদ করে। না দেখি তাহারে, হৃদয়ে বিদরে, রহিতে না পারি ঘরে ॥ পরাণ না ধরে, কন কন করে, রহে দরশন আসে। যবহ; দেখিবে, পরাণ পাইবে, কহয়ে উদ্ধব দাসে। গান চলিতে লাগিল। শ্ৰীমতীর কৃষ্ণদশন জন্য প্রাণ ব্যাকুল হইয়াছে। শ্রীমতী বলিতেছেন— পহিলে শানিনা, অপরপ ধৰনি, কদম্বব কানন হৈতে। তারপর দিনে, ভাটের বর্ণনে, শনি চমকিত চিতে ॥ আর একদিন, মোর প্রাণ-সখী কহিলে যাহার নাম, (আছা সকল মাধ্যময় কৃষ্ণ নাম)। গণিগণ গানে, শানিন শ্রবণে, তাহার এ গণগ্রাম ॥