পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शिब्रिभ-अग्निट्ब्र-छलनटव्ग टीब्रामकृदः कौड“नानzन्म ఫిహ్రి ని ভবনাথ—থাক থাক—ও সব কথায়। শ্রীরামকৃষ্ণ—তা নয়। (নরেন্দ্রের প্রতি)—তুই নাকি লোক চিনিম, তাই তোকে বলছি। আমি হাজরাকে ও সকলকে কি রকম জানি, জানিস ? আমি জানি, যেমন সাধরপী নারায়ণ, তেমনি ছলর পী নারায়ণ, লক্ষেরপী নারায়ণ! (মহিমাচরণের প্রতি)—কি বল গো ? সকলই নারায়ণ। 曲 মহিমাচরণ—আজ্ঞা, সবই নারায়ণ। शष्ळै शब्रिट्श्छृक्। ठेाकून्न टैंोब्राञङ्कक ७ दशाभौट्टान्न গিরিশ (শ্রীরামকৃষ্ণের প্রতি)—মহাশয়, একাঙ্গী প্রেম কাহাকে বলে ? শ্রীরামকৃষ্ণ–একাঙ্গী, কি না, ভালবাসা একদিক থেকে। যেমন জল হাঁসকে চাচ্চে না, কিন্তু হাঁস জলকে ভালবাসে। আবার আছে সাধারণী, সমঞ্জসা, সমথা। সাধারণী প্রেম—নিজের সখ চায়, তুমি সখী হও আর না হও, যেমন চন্দ্রাবলীর ভাব। আবার সমঞ্জসা, আমারও সুখ হোক, তোমারও হোক। এ খব ভাল অবস্থা। “সকলের উচ্চ অবস্থা—সমথা। যেমন শ্ৰীমতাঁর। কৃষ্ণসখে সখী, তুমি সনখে থাক, আমার যাই হোক। O "গোপীদের এই ভাব বড় উচ্চ ভাব।. “গোপীরা কে জান ? রামচন্দ্র বনে বনে ভ্রমণ করতে করতে—ষটি সহস্ৰ ঋষি বসেছিলেন, তাদের দিকে একবার চেয়ে দেখেছিলেন, সনেহে! তাঁরা : . রামচন্দ্রকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন। কোন কোন পরাণে আছে, তারাই গোপী।” একজন ভক্ত—মহাশয়! অন্তরঙ্গ কাহাকে বলে ? শ্রীরামকৃষ্ণ—কি রকম জান ? যেমন নাটমন্দিরের ভিতরের থাম, বাইরের থাম। যারা সবাদা কাছে থাকে, তারাই অন্তরঙ্গ। [জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয়—ভরাজাদি ও রাম—পৰে কথা— অরূপ দৰ্শন—লাকার ত্যাগ-শ্ৰীশ্ৰীমা দক্ষিণেশ্বরে । শ্রীরামকৃষ্ণ (মহিমাচরণের প্রতি)–কিন্তু জ্ঞানী রপেও চায় না, অবতারও চায় না। রামচন্দ্র বনে যেতে যেতে কতকগুলি ঋষিদের দেখতে পেলেন। তাঁরা রামকে খর আদর করে আশ্রমে বসালেন। সেই ঋষিরা বললেন, রাম তোমাকে আজ আমরা দেখলাম, আমাদের সকল সফল হ’ল। কিন্তু আমরা তোমাকে জানি দশরথের বেটা। ভরবোজাদি তোমাকে অবতার বলে ; আমরা ,