পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कापौनदन्न-भिब्रिथ, आणल्लेब्र थकडि च्जनहण ՀՀձ শ্রীরামকৃষ্ণ (গিরিশের প্রতি)—ভাল আছ ? (লাটর প্রতি) একে তামাক খাওয়া । আর পান এনে দে । কিয়ৎক্ষণ পরে আবার বলিলেন, “কিছ জলখাবুর এনে দে।” লাট—পানটান দিয়েছি। দোকান থেকে জলখাবার আনতে যাচ্ছে। ঠাকুর বসিয়া আছেন। একটি ভক্ত কয়গাছি ফলের মালা আনিয়া দিলেন। ঠাকুর নিজের গলায় একে একে সেগুলি ধারণ করিলেন। ঠাকুরের হৃদয়মধ্যে হরি আছেন, তাঁকেই বুঝি পজো করিলেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। দইগাছি মালা গলা হইতে লইয়া গিরিশকে দিলেন। ঠাকুর মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন, “জলখাবার কি এলো ?” মণি ঠাকুরকে পাখা করিতেছেন। ঠাকুরের কাছে একটি ভক্তপ্রদত্ত চন্দনকাঠের পাখা ছিল। ঠাকুর সেই পাখাখানি মণির হাতে দিলেন। মণি সেই পাখা লইয়া বাতাস করিতেছেন। মণি পাখা করিতেছেন, ঠাকুর দইগাছি মালা গলা হইতে লইয়া তাঁহাকেও দিলেন। লাট ঠাকুরকে একটি ভক্তের কথা বলিতেছেন। তাঁহার একটি সাত আট বৎসরের সন্তান প্রায় দেড় বৎসর হইল দেহত্যাগ করিয়াছে। সে ছেলেটি ঠাকুরকে কখন ভক্ত সঙ্গে কখন কীৰ্ত্তনানন্দে অনেকবার দশন করিয়াছিল। লাট (শ্রীরামকৃষ্ণের প্রতি)—ইনি এ’র ছেলেটির বই দেখে কাল রাত্রে বড় কেঁদেছিলেন। পরিবারও ছেলের শোকে পাগলের মত হয়ে গেছে। নিজের ছেলেপলেকে মারে আছড়ায়। ইনি এখানে মাঝে মাঝে থাকেন তাই বলে ভারী হেঙগাম করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই শোকের কথা শুনিয়া যেন চিন্তিত হইয়া চুপ করিয়া রহিলেন। 事 গিরিশ–অজন অত গীতা-টীতা, পুড়ে অভিমন্যুর শোকে একেবারে মচ্ছিত। তা এর ছেলের জন্য শোক কিছ আশ্চৰ্য নয়। [नरनाट्ब्र कि इ’८ण अॅथ्वब्रणाख् इब्र ?] গিরিশের জন্য জলখাবার আসিয়াছে। ফাগরে দোকানের গরম কচুরি লাচি ও অন্যান্য মিন্টান্ন। বরাহনগরে ফাগর দোকান। ঠাকুর নিজে সেই করিয়া খাবার গিরিশের হাতে দিলেন।. বলিলেন, বেশ কচুরি। গিরিশ সম্মখে বসিয়া খাইতেছেন। গিরিশকে খাইবার জল দিতে হইবে। ঠাকুরের শষ্যার দক্ষিণপবে কোণে কুজায় করিয়া জল আছে। গ্রীষ্মকাল, বৈশাখ মাস। ঠাকুর বলিলেন, “এখানে বেশ জল আছে।” ঠাকুর অতি অসন্থে। দাঁড়াইবার শক্তি নাই। ఫి=S&