পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ज-ज्रीय९श्र খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে কাশীপুরের বাগানে 2ाथभ अब्रिद्वक्रम ब्राथाण, श्ललौ, श्राच्छेब्र, नट्ब्रन्छ, छबनाथ, नैट्ज़न्छ, ब्राटऊन्छ, छाञ्जाब्र जब्रकाब्र কাশীপুরের বাগান। রাখাল, শশী ও মাস্টার সন্ধ্যার সময় উদ্যানপথে পাদচারণ করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পীড়িত—বাগানে চিকিৎসা করাইতে আসিয়াছেন। তিনি উপরে বিতলের ঘরে আছেন, ভক্তেরা তাঁহার সেবা করিতেছেন। আজ বহেস্পতিবার ২২শে এপ্রিল, ১৮৮৬ খৃস্টাব্দ, গডে ফ্রাইডে-এর পবেদিন। মাস্টার—তিনি ত গুণাতীত বালক। শশী ও রাখাল—ঠাকুর বলেছেন, তাঁর ঐ অবস্থা। রাখাল—যেমন একটা টাওয়ার। সেখানে বসে সব খবর পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, কিন্তু কেউ যেতে পারে না, কেউ নাগাল পায় না। মাল্টার—ইনি বলেছেন, এ অবসথায় সব"দা ঈশবরদর্শন হতে পারে। বিষয়রস নাই, তাই শাক কাঠ শীঘ্ৰ ধ’রে যায়। শশী—বধি কত রকম, চারকে বলছিলেন। যে বধিতে ভগবান লাভ হয়, সেই ঠিক বধি। যে বধিতে টাকা হয়, বাড়ী হয়, ডেপুটির কম হয়, উকীল হয় সে বন্ধি চিড়েভেজা বন্ধি। সে বধিতে জোলো দইয়ের মত চিাড়েটা ভেজে মাত্র। শনকো দইয়ের মত উঁচুদরের দই নয়। যে বধিতে ভগবান লাভ হয়, সেই বন্ধিই শাকে দইয়ের মত উংকৃষ্ট দই। शाष्प्लेोद्भ-उप्राश ! कि कथा ! t শশী—কালী তপস্বী ঠাকুরের কাছে বলছিলেন কি হবে আনন্দ ? ভীলদের ত আনন্দ আছে। অসভ্য হো হো নাচছে গাইছে।’ রাখাল—উনি বললেন, সে কি ? ব্রহ্মানন্দ আর বিষয়ানন্দ এক ? জীবেরা বিষয়ানন্দ নিয়ে আছে। বিষয়াসক্তি সব না গেলে ব্রহ্মানন্দ হয় না। এক দিকে টাকার আনন্দ, ইন্দ্রিয়সুখের আনন্দ, আর এক দিকে ঈশ্বরকে পেয়ে আনন্দ। এই দলই কখন সমান হতে পারে? ঋষিরা এ ব্ৰহ্মানন্দ ভোগ করেছিলেন। ’ 3. মাস্টার—কালী এখন বন্ধদেবকে চিন্তা করেন কি না তাই সব আনন্দের পারের কথা বলছেন। রাখাল—তাঁর কাছেও বন্ধদেবের কথা তুলেছিল। পরমহংসদেব বললেন, বন্ধদেব অবতার, তাঁর সঙ্গে কি ধরা ? বড় ঘরের বড় কথা। কালী বলেছিল