পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

काश्चौच्द्वन्न-काबिनौ' अध्यटण्थ निङ जबच्था ७ छछट्टनम्न थखि निचका ২৩৩ নরেন্দ্র ও ভবনাথ ঠাকুরের দিকে তাকাইয়া একটা হাসিতে লাগিলেন। ঠাকুর ইসারা করিয়া আবার ভবনাথকে বলিতেছেন—“খবে বীরপরষ হকি। ঘোমটা দিয়ে কান্নাতে ভুলিসনে। শিকনি ফেলতে ফেলতে কান্না ! * (নরেন্দ্র, ভবনাথ ও মাস্টারের হাস্য)। ভগবানেতে মন ঠিক রাখবি : যে বীরপরেষে সে রমণীর সঙ্গে থাকে, না कान्न ब्रश८ ! श्रृंब्रिबाटब्रब्र जळण्ग ट्कबल श्रेथ्वब्रौग्न कथा कर्गब ।” কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার ইসারা করিয়া ভবনাথকে বলিতেছেন,—“আজ এখানে খাস ।” ভবনাথ—যে আজ্ঞা। আমি বেশ আছি। সরেন্দ্ৰ আসিয়া বসিয়াছেন। বৈশাখ মাস। ভক্তেরা ঠাকুরকে সন্ধ্যার পর প্রত্যহ মালা আনিয়া দেন। সেই মালাগুলি ঠাকুর এক একটি করিয়া গলায় ধারণ করেন। সুরেন্দ্র নিঃশব্দে বসিয়া আছেন। ঠাকুর প্রসন্ন হইয়া তাঁহাকে দইগাছি মালা দিলেন। সুরেন্দ্রও ঠাকুরকে প্রণাম করিয়া সেই মালা মস্তকে ধারণ করিয়া গলায় পরিলেন। সকলেই চুপ করিয়া বসিয়া আছেন ও ঠাকুরকে দেখিতেছেন। এইবার সমরেন্দ্র ঠাকুরকে প্রণাম করিয়া দণ্ডায়মান হইলেন ; তিনি বিদায় গ্রহণ করিবেন। যাইবার সময় ভবনাথকে ডাকিয়া বলিলেন, খসখসের পদা টাঙিয়ে দিও। বড় গ্রীম পড়িয়াছে। ঠাকুরের উপরের হলঘর দিনের বেলায় বড় গরম হয়। তাই সুরেন্দ্র খসখসের পদৰ্ণ করিয়া আনিয়াছেন। তৃতীয় পরিচ্ছেদ टैंोब्राञङ्कक झीब्रानन्न প্রভৃতি ভক্তসঙ্গে কাশীপরের বাগানে | ठाकूरब्रब्र छेनटमन-रबा कूछ शाब्र द्वना छू"शि शाम्र-नट्ज़न्छ e इौब्रानद्वन्नब्र कब्रित] কাশীপুরের বাগান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের হল ঘরে বসিয়া আছেন। সম্মুখে হীরানন্দ, মাস্টার, আরও দুএকটি ভক্ত, আর হীরানন্দের সঙ্গে দুই জন বন্ধ আসিয়াছেন। হীরানন্দ সিন্ধাদেশবাসী। কলিকাতার কলেজে পড়াশনা করিয়া দেশে ফিরিয়া গিয়া সেখানে এতদিন ছিলেন। শ্রীরামকৃষ্ণের অসুখ হইয়াছে শনিয়া তাঁহাকে দেখিতে আসিয়াছেন। সিন্ধাদেশ কলিকাতা হইতে প্রায় এগার শত ক্লোশ হইবে। হীরানন্দকে দেখিবার জন্য ঠাকুর ব্যস্ত হইয়াছিলেন। ঠাকুর হীরানন্দের দিকে অঙ্গলি নিদেশ করিয়া মাস্টারকে ইঙ্গিত করিলেন,—যেন বলিতেছেন, ছোকরাটি খুব ভাল।