পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8૪ घैटौब्राञङ्कककथाब.७–प्रित्नीश्वच्छे ১৮৮৭, ৭ই মে একজন ভাই শইয়া শইয়া রহস্যভাবে বলিতেছেন–যেন ঈশ্বরের অদশনে বড় কাতর হয়েছেন—“ওরে আমায় একখানা ছরি এনে দে রে!—আর কাজ নাই! আর যন্ত্রণা সহ্য হয় না।" নরেন্দ্র (গভীরভাবে)—ঐখানেই আছে হাত বাড়িয়ে নে। • (সকলের হাস্য)। প্রসনের কথা আবার হইতে লাগিল। নরেন্দ্ৰ—এখানেও মায়া ! তবে আর সন্ন্যাস কেন ? রাখাল—‘মুক্তি ও তাহার সাধন সেই বইখানিতে আছে, সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভাল নয়। ‘সন্ন্যাসী নগরের কথা আছে। শশী—আমি সন্ন্যাস ফন্ন্যাস মানি না। আমার অগম্য পথান নাই। এমন । যায়গা নাই যেখানে আমি থাকতে না পারি। ভবনাথের কথা পড়িল। ভবনাথের স্ত্রীর সঙ্কটাপন্ন পীড়া হইয়াছিল। নরেন্দ্র (রাখালের প্রতি)—ভবনাথের মাগটা বুঝি বেচেছে ; তাই সে ফক্তি করে দক্ষিণেশ্বরে বেড়াতে গিছিল। কাঁকুড়গাছির বাগানের কথা হইল! রাম মন্দির কারবেন। নরেন্দ্র (রাখালের প্রতি)—রামবাব মাস্টার মহাশয়কে একজন ট্রাসিট (Trustee) &R মাল্টার (রাখালের প্রতি)—কই, আমি কিছু জানি না। সন্ধ্যা হইল! ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে শশী ধনা দিলেন। অন্যান্য ঘরে যত ঠাকুরের পট ছিল, সেখানে ধনা দিলেন ও মধরস্বরে নাম করিতে করিতে প্রণাম করলেন। এইবার আরতি হইতেছে। মঠের ভায়েরা ও অন্যান্য ভক্তেরা সকলে করজোড়ে দাঁড়াইয়া আরতি দশন করিতেছেন। কাঁসর ঘণ্টা বাজিতেছে। ভক্তেরা সমস্বরে আরতির গান সেই সঙ্গে সঙ্গে গাইতেছেন— জয় শিব ওঁকার, ভজ শিব ওঁকার ব্ৰহ্মা বিষ্ণ সদা শিব হর হর হর মহাদেব ॥ নরেন্দ্র এই গান ধরাইয়াছেন। কাশীধামে বিশ্বনাথের সম্মখে এই গান হয়। মণি মঠের ভক্তদের দশন করিয়া পরম প্রীতিলাভ করিয়াছেন। মঠে খাওয়া দাওয়া শেষ হইতে ১১টা বাজিল। ভক্তেরা সকলে শয়ন করিলেন। তাঁহাবা যত্ন করিয়া মণিকে স্বায়ন করাইলেন। রাত্রি দুই প্রহর। মণির নিদ্রা নাই। ভাবিতেছেন, সকলেই রহিয়াছে ; সেই অযোধ্যা কেবল রাম নাই। মণি নিঃশব্দে উঠিয়া গেলেন। আজ বৈশাখী পণিমা। মণি একাকী গঙ্গাপলিনে বিচরণ করিতেছেন। ঠাকুর শ্ৰীকুমকুষ্ণের কথা ভাবিতেছেন!