পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७ O घैटौीव्रामकृककथाबुङ–गिब्रलिच्छ्रे [ ১৮৮৭, ৮ই মে (২) আমরা যে শিশু অতি, অতি ক্ষুদ্র মন। পদে পদে হয় পিতা চরণ সখলন৷ [*ष्ठा-२&४ [झेथ्वब्र कि उम्राटइन ? श्रेथ्बब्र कि नब्राभग्न ?] প্রসন্ন—তুমি বলছি ঈশ্বর আছেন। আবার তুমিই ত বলো, চাবাক আর অন্যান্য অনেকে বলে গেছেন যে, এই জগৎ আপনি হয়েছে! FILFE–Chemistry of SofT ? STCH Combination CF FTCT? CTTF so toss; or: GR, Oxygen, Hydrogen TH Electricity a so human hand-a of 253 “Intelligent force সব্বাই মানছে। জ্ঞানস্বরুপ একজন; যে এই সব ব্যাপার চালাচ্ছে।” প্রসন্ন—দয়া আছে কেমন করে জানবো ? নরেন্দ্ৰ—যত্তে দক্ষিণম মুখম । বেদে বলেছে। “John Stuart Mill-ও ঐ কথাই বলেছেন। যিনি মানুষের ভিতর এই দয়া দিয়েছেন না জানি তাঁর ভিতরে কত দয়া!—Mill এই কথা বলেন। তিনি (ঠাকুর) তো বলতেন বিশ্বাসই সার'। তিনি ত কাছেই রয়েছেন! বিশ্বাস করলেই হয়! এই বলিয়া নরেন্দ্র আবার মধরে কণ্ঠে গাইতেছেন— [উপায়—বিশ্বাস] মোকো কাঁহা ঢ:ঢ়ো বন্দে মায়তো তেরে পাশ মো। না হোয়ে মায় ঝগড়ি বিগড়ি না ছরি গঢ়াস মো না হোয়ে মো খাল রোমমে না হাড়ি না মাস মো৷ না দেবল মো না মসজিদ" মো না কাশী কৈলাস মো না হোয়ে ম্যয় আউধ বরকা মেরা ভেট বিশ্বাস মো৷ না হোয়ে মায় ক্ৰিয়া করমমো, না যোগ বৈরাগ সন্ন্যাস মো খোঁজেগা তো অব মিলঙ্গো, পলভরাক তল্লাস মো৷ সহরসে বাহার ডেরা হামারি কুঠিয়া মেরী মেীয়াস মো কহত কবীর শন ভাই সাধন, সব সন্তনকী সাথ মো৷ [बानना थाकट्ज ब्रेथ्व८ब्र पञांबधबाण इब्र] প্রসন্ন—তুমি কখনও বল, ভগবান নাই; আবার এখন ঐ সব কথা বলছো। তোমার কথার ঠিক নাই, তুমি প্রায় মত বদলাও । (সকলের হাস্য)। নরেন্দ্ৰ—এ কথা আর কখন বদলাবো না—যতক্ষণ কামনা, বাসনা, ততক্ষণ ঈশ্বরে অবিশ্বাস। একটা না একটা কামনা থাকেই। হয়ত ভিতরে ভিতরে পড়বার ইচ্ছা আছে—পাশ করবে, কি পণ্ডিত হবে—এই সব কামনা।