পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিকের দিয়ে-পঞ্চবটীলে क"ड*ञानद्वन्न ર૭ কীত্তন চলিতেছে। ভক্তেরা গাহিতেছেন— (১)– শ্যামা মা কি এক কল করেছে। (কালী মা কি এক কল করেছে) চোদ্দ পোয়া কলের ভিতরি, কত রঙ্গ দেখাতেছে। আপনি থাকি কলের ভিতরি, কল ঘরোয় ধরে কল ডুরি, কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘরাতেছে। যে কলে জেনেছে তারে, কল হতে হবে না তারে, কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে। (২)— ভবে আসা খেলতে পাশা কত আশা করেছিলাম। আশার আশা ভাঙ্গা দশা প্রথমে পঞ্জড়ি পেলাম ॥ পো বার আঠার ষোল, যাগে যুগে এলাম ভাল। শেষে কচে বারো পড়ে মাগো, পঞ্জাছক্কায় বন্দী হলাম ॥ ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন। তাহারা একটা থামিলে ঠাকুর গাত্ৰোখান করিলেন। ঘরে ও আশে-পাশে এখনও অনেকগুলি ভক্ত আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী হইতে দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে, যাইতেছেন। সঙ্গে মাল্টার। বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত ত্ৰৈলোক্যের সহিত দেখা হইল। তিনি প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ (ত্ৰৈলোক্যের প্রতি)—পঞ্চবটীতে ওরা গান গাচ্চে। চল না একবার— ত্ৰৈলোক্য—আমি গিয়ে কি করব ? শ্রীরামকৃষ্ণ—কেন, বেশ একবার দেখতে । ত্ৰৈলোক্য-একবার দেখে এসেছি । শ্রীরামকৃষ্ণ–আচ্ছা, আচ্ছা বেশ।