পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ ठेाकूब्र द्वैौब्राभङ्कक ७ गश्च्ध थभ* প্রায় সাড়ে পাঁচটা ছয়টা হইল। ঠাকুর ভক্তসঙ্গে নিজের ঘরের দক্ষিণ-পবে: বারান্দায় বসিয়া আছেন। ভক্তদের দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ (কেদারাদি ভক্তের প্রতি)–সংসারত্যাগী সাধ—সে তো হরিনাম कब्रटबद्दे । उाब्र ऊ आब्र द्वकान काङ नाझे ॥ ८न बक्रि अँथ्बन्न क्रिब्डा क८ब्र द्वङा, আশচর্যের বিষয় নয়। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তা হ’লে বরং সকলে নিন্দা করবে। “সংসারী লোক যদি হরিনাম করে, তা হলে বাহাদরী আছে। দেখ, জনক রাজা খুব বাহাদর। সে দুখানি তরবার ঘরাত। একখানা জ্ঞান ও একখানা কম"। এদিকে পণ ব্ৰহ্মজ্ঞান আর একদিকে সংসারের কম করছে। নট মেয়ে সংসারের সব কাজ খাঁটিয়ে করে কিন্তু সবদাই উপপতিকে চিন্তা করে। “সাধনসঙ্গ সর্বদা দরকার, সাধন ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন।” কেদার—আজ্ঞে হাঁ! মহাপরাষ জীবের উদ্ধারের জন্য আসেন। যেমন রেলের এনজিন পেছনে কত গাড়ী বাঁধা থাকে, টেনে নিয়ে যায়। অথবা যেমন নদী বা তড়াগ কত জীবের পিপাসা শালিত করে। ক্লমুে ভক্তেরা গহে প্রত্যাবতনের জন্য প্রস্তুত হইলেন। একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিস্ট হইয়া প্রণাম করিলেন ও তাঁহার পদধলি গ্রহণ করিলেন। ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, “তুই আজ আর যাস নাই। তোদের দেখেই উদ্দীপন!” ভবনাথ এখনও সংসারে প্রবেশ করেন নাই। বয়স উনিশ কুড়ি, গৌরবণ" সন্দের দেহ। ঈশ্বরের নামে তাঁহার চক্ষে জল আসে। ঠাকুর উহিকে সাক্ষাৎ নারায়ণ দেখেন ।