পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

388 ঐস্ত্রীরাকৃষ্ণকথা—২য় ভাগ [ ১৮৮৩, ২রা জন দিই। সেখানে গিয়া তুমি দক্ষিণা যোগাড় করিয়া দিবে। এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র “কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন। কাশীতে পেশছিয়া সকলে বিশেবশ্ববর দশন করিলেন। বিশেবশ্ববর দশন কথা হইবামাত্র, ঠাকুর একেবারে ভাবাবিটে ; শিব’ ‘শিব’ এই কথা অপটি উচ্চারণ করিতেছেন। রাজা হরিশচন্দ্র দক্ষিণা দিতে পারলেন না—কাজে কাজেই শৈব্যাকে বিক্রয় করিলেন। পত্র রোহিতাশব শৈব্যার সঙ্গে রহিলেন। কথক ঠাকুর শৈব্যার প্রভু ব্রাহ্মণের বাড়ী রোহিতাশেবর পাপচয়ন কথা ও সপদংশন কথাও বলিলেন। সেই তমসাচ্ছন্ন কালরারে সন্তানের মৃত্যু হইল। সৎকার করিবার কেহ নাই। বন্ধ ব্রাহ্মণ শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না—শৈব্যা একাকী পত্রের শবদেহ ক্লোড়ে করিয়া শমশানাভিমুখে আসিতে লাগিলেন। মাঝে মাঝে মেঘগজনি ও অশনিপাত— নিবিড় অন্ধকার যেন বিদীণ করিয়া এক একবার বিদ্যুৎ খেলিতেছিল—শৈব্যা ভয়াকুলা শোকাকুলা,—রোদন করিতে করিতে আসিতেছেন। হরিশচন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চন্ডালের কাছে নিজেকে বিক্ৰয় করিয়াছেন। তিনি মশানে চন্ডাল-হইয়া বসিয়া আছেন। কড়ি লইয়া সৎকার কায সম্পাদন করিবেন। কত শবদেহ জন্বলিতেছে, কত ভস্মাবশেষ হইয়াছে। সেই অন্ধকার রজনীতে মশান কি ভয়ঙ্কর হইয়াছে । শৈব্যা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন— সে ক্লন্দন-বৰ্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীণ হয়, কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয় ? সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন। ঠাকুর কি করিতেছেন? স্থির হইয়া শনিতেছেন—একেবারে স্থির— একবার মাত্র চক্ষের কোণে একটি বারিবিন্দ উদগত হইল, সেইটি মছিয়া ফেলিলেন। অসিথর হইয়া হাহাকার করিলেন না কেন ? দশন ও হরিশচন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপিত বর্ণনা করিয়া, কথকঠাকুর কথা সাঙ্গ করিলেন। ঠাকুর বেদীর সম্মখে বসিয়া অনেকক্ষণ হরিকথা শ্রবণ করিলেন। কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন। চতুদিকে ভক্তমণ্ডলী কথকঠাকুরও কাছে আসিয়া বসিলেন। ঠাকুর কথককে বলিতেছেন, “কিছয় উদ্ধবসংবাদ বল।” [ श्रुढि ७ स्नात–८गाभौट्टान्न–८शाणौब्रा श्रीङ कान नाइँ ] কথক বলিলেন—যখন উদ্ধব শ্ৰীবান্দাবনে আগমন করিলেন, রাখালগণ ও ব্ৰজগোপীগণ তাঁহাকে দশন করিবার জন্য ব্যাকুল হইয়া ছটিয়া আসিলেন। সকলেই জিজ্ঞাসা করিলেন, শ্রীকৃষ্ণ কেমন আছেন। তিনি কি আমাদের ভুলে গেছেন ? তিনি কি আমাদের নাম করেন ? এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন, কেহ কেহ তাঁহাকে লইয়া বান্দাবনের নানা পথান দেখাইতে লাগিলেন